Current Bangladesh Time
শুক্রবার জুলাই ৪, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল চৌমাথা খ্রিস্টানপাড়ার শীর্ষ মাদক কারবারি পিউস গনসালভেস আটক! 
Friday May 22, 2020 , 2:35 pm
Print this E-mail this

৩৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়, সাথে থাকা অন্যান্যরা ফেনসিডিল ও ইয়াবার ব্যাগ নিয়ে পালিয়ে যায়

বরিশাল চৌমাথা খ্রিস্টানপাড়ার শীর্ষ মাদক কারবারি পিউস গনসালভেস আটক!


নিজস্ব প্রতিবেদক : বরিশালের আলোচিত নবগ্রাম রোডের তালিকাভুক্ত মাদক কারবারি পিউস গনসালভেসকে (৩৫) ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার সময় স্টিমার ঘাট এলাকা থেকে মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বেশ কয়েক বোতল ফেন্সিডিল। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। গ্রেপ্তার পিউস গনসালভেস নবগ্রাম রোড এলাকার বিএনপি নেতা ঢাকা কারিতাসের স্টাফ লিও গনসালভেসের ছোট ভাই মৃত রিচার্ড গনসাভেসের ছেলে। পিউসের বিরুদ্ধে গতকাল রাতেই বরিশাল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, যার নম্বর : ১৯। এরআগেও সে নিজের বাসায় ডিবি পুলিশের হাতে ফেন্সিডিলসহ গ্রেফতার হয়ে বহুদিন জেলেও ছিল। শহরের চৌমাথা এলাকার এই মাদক শীর্ষ মাদক ব্যবসায়ি খ্রিস্টান পাড়ার নিজ বাসায় দীর্ঘ কয়েক বছর ধরে ইয়াবা, বিদেশী মদ, বিয়ার, ফেনসিডিল, বিভিন্ন মাদক রেখে নিয়মিত ব্যাবসা চালিয়ে আসছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পিউস নবগ্রাম খ্রিস্টান কলোনীর একটি শিক্ষিত পরিবারের সন্তান। কলোনীতে বসবাসের ক্ষেত্রে কোনা প্রকার মাদক সেবন ও বিক্রয়ের নিয়ম নেই। কিন্তু বরিশাল ডায়োসিসের বিশপ এবং ফাদার উভই তার আত্মীয় এবং বিএনপি নেতা বড়ভাইয়ের শক্তি ও মাদক সেবনকারীদের দাপট দেখিয়ে কলোনীর মধ্যে নিজের ঘরে বহুদিন যাবৎ সে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় প্রতিবেশীরা জানান, বিশপ ফাদারদের আত্মীয়, শিক্ষিত ভাইবোনদের আস্কারা ও তাদের নিরব সমর্থনে এবং দীর্ঘদিন ধরে তার মাদক বাহিনীর ভয়ে কেউই পাড়ায় পিউসের এই অবৈধ ব্যবসার প্রতিবাদ করতে সাহস পায়নি। বরিশাল মডেল থানার কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় স্টিমারঘাট বিআরটি কাউন্টারের মাঠে উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারি ৩৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্যান্যরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে ফেনসিডিল ও ইয়াবার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম আরও জানান, বরিশাল চৌমাথা অন্যান্য এলাকার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার অভিযান নিয়মিত চলছে। মাদক খ্যাত পিউস গনসালভেসকে জিএম ফারুক মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত অন্যদের গ্রেপ্তার করা হবে।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা