Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ১২:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম শুরুর প্রতিবাদে বরিশালে আইনজীবীদের বিক্ষোভ 
Tuesday May 12, 2020 , 7:38 pm
Print this E-mail this

বরিশাল জেলা আইনজীবী সমিতিভূক্ত প্রায় ১ হাজার ১শ’ সদস্য রয়েছে, এর মধ্যে এক তৃতীয়াংশ সদস্য প্রবীণ

ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম শুরুর প্রতিবাদে বরিশালে আইনজীবীদের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক : আদালতে ভার্চুয়াল কার্যক্রম চালুর প্রতিবাদে এবং পূর্বের মতো ম্যানুয়াল পদ্ধতি চালুর দাবীতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা। মঙ্গলবার (১২ মে) বেলা সাড়ে ১২টায় জেলা জজ আদালত চত্ত্বরের আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে সাধারণ আইনজীবীরা। মিছিলটি আদালত পাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফের আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় আইনজীবীরা ভার্চুয়াল আদালতের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। তারা পূর্বের মতো ম্যানুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম শুরুর দাবীতে বিভিন্ন শ্লোগান দেন।

জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়ছার বলেন, বরিশালে ইন্টারনেটের গতি খুবই কম। এছাড়া আইনজীবীদের বড় একটি অংশ প্রবীন হওয়ায় ফেসবুক, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পারদর্শী নয় তারা। এ কারণে অনেক আইনজীবী ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম চায় না। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম জানান, ভার্চুয়াল আদালত শুরুর আগে প্রশিক্ষণ ও পূর্ব প্রস্তুতি প্রয়োজন। কিন্তু সেটি না করে হঠাৎ ভার্চুয়াল আদালতের কার্যক্রম চালু করায় আইনজীবীরা বিপাকে পড়েছেন। এ কারণে হতাশা থেকে তারা মিছিল করেছে। তারা উপযুক্ত সুবিধা চালু করে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরুর দাবী তুলেছেন। বরিশাল জেলা আইনজীবী সমিতিভূক্ত প্রায় ১ হাজার ১শ’ সদস্য রয়েছে। এর মধ্যে এক তৃতীয়াংশ সদস্য প্রবীণ।




Archives
Image
শ্রমিকের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল
Image
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার ২
Image
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন
Image
বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার