Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনায় বরিশালে যুবদল নেতা পারভেজ আকন বিপ্লব’র খাদ্য সহায়তা অব্যাহত 
Saturday May 9, 2020 , 2:36 pm
Print this E-mail this

দলের অনেক নেতাকর্মী আছে যারা কর্মহীন, তাদের বাসায় পরিচয় গোপন করেও খাবার পৌঁছে দিচ্ছি

করোনায় বরিশালে যুবদল নেতা পারভেজ আকন বিপ্লব’র খাদ্য সহায়তা অব্যাহত


নিজস্ব প্রতিবেদক : প্রায় দেড় মাসে ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরে খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছেন এই যুবদল নেতা পারভেজ আকন বিপ্লব। নিজে সিএনজি চালিয়ে বৃষ্টিতে ভিজে অসামর্থ নেতাকর্মীসহ অসহায় মানুষদের বাসায় খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। করোনা ভাইরাসে বরিশালের অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়ায় দেখা দিয়েছে খাদ্য সংকট। অনেকে আবার মুখ ফুটে বলতে পারছে না খাবারের কথা। অনাহারে দিন কাটাতে হচ্ছে পরিবার স্বজন নিয়ে। বরিশাল সহ সারাদেশে এমন পরিস্থিতি বিরাজ করছে। সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সহযোগীতা। সরকারের পাশাপাশি বিরোধী দলের নেতারাও অংশ নিচ্ছে এসব অসহায় পরিবারের খাবার যোগানে। তাদের মধ্যে এমনই একজন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বরিশাল জেলা সভাপতি পারভেজ আকন বিপ্লব। নিজস্ব অর্থায়নে এসব অসহায় পরিবারদের মুখে খাবার তুলে দিচ্ছেন তিনি। এদিকে নিজ দলের ৯০জন সক্রিয় নেতাকর্মীদের পাশাপাশি বরিশাল নগরীর কাউনিয়ার বিভিন্ন এলাকা, সাবান ফ্যক্টরি এলাকা, ঝরঝরইয়া তলা, সিএনবি রোড, আমানত গঞ্জ, ঝাউতলা, বিএম কলেজ এলাকা, শেরে বাংলা সড়ক, সোনালী আইসক্রিম মোড়,দপ্তর খানা, চাঁদমারী, ত্রিশ গোডা্উন সহ অনেক এলাকায় দেয়া হয়েছে ত্রাণ সামগ্রী। খাবার সামগ্রীর পাশাপাশি দেয়া হচ্ছে ইফতারীর পণ্য। ইতিমধ্যে সব মিলিয়ে প্রায় ৯শ টি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এ ব্যাপারে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক, বরিশাল জেলা যুবদলের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী পারভেজ আকন বিপ্লব জানান, বরিশাল নগরীতে প্রায় দেড় মাস ধরে এ সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কর্মহীন মানুষের পাশে নিজে সিএনজি চালিয়ে বৃষ্টিতে ভিজে খাবার পৌঁছে দিচ্ছি। তাছাড়া দলের অনেক নেতাকর্মী আছেন যারা কর্মহীন, তাদের বাসায় পরিচয় গোপন করেও খাবার পৌঁছে দিচ্ছি। এ পর্যন্ত প্রায় আমি ৯শ পরিবারের মাঝে খাবার বিতরণ করেছি। আগামী দিনে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু