Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৬, ২০২৫ ৮:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গোপনে ভ্যাকসিন তৈরির কাজ করছেন একদল বিজ্ঞানী, বিলিওনিয়ার ও নোবেলজয়ী 
Tuesday April 28, 2020 , 9:05 pm
Print this E-mail this

পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা উঠেপড়ে লেগেছেন একটা ওষুধ বা ভ্যাকসিন তৈরিতে, এখনো সফলতার মুখ দেখেননি

গোপনে ভ্যাকসিন তৈরির কাজ করছেন একদল বিজ্ঞানী, বিলিওনিয়ার ও নোবেলজয়ী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিশ্বজুড়ে প্রলয় সৃষ্টি করেছে ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব নভেল করোনা ভাইরাস। কোনো ওষুধ নেই, প্রতিষেধক নেই। শুধুই মৃত্যুর অপেক্ষা। পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা উঠেপড়ে লেগেছেন একটা ওষুধ বা ভ্যাকসিন তৈরিতে। এখনো সফলতার মুখ দেখেননি। এবার জানা গেল একদল মার্কিন বিজ্ঞানী, বিলিওনিয়ার এবং নোবেলজয়ীরা গোপনে করোনার ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা চালাচ্ছেন। ট্রাম্প প্রশাসনের সাথে সংযুক্ত এই গ্রুপটি কিভাবে করোনার চিকিৎসা বিকাশ করবেন এবং আমেরিকাকে করোনভাইরাস প্রাদুর্ভাব মুক্ত করবেন সেজন্য দ্রুত একটি ভ্যাকসিন তৈরি করতে চার স্তরের প্রস্তাব রেখেছেন। ‘সাইন্টিস্ট টু স্টপ কভিড-১৯’ নামের এই গ্রুপটির কথা প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। শীর্ষস্থানীয় রাসায়নিক জীববিজ্ঞানী, মহামারিবিদ, স্নায়ুবিজ্ঞানী, অনকোলজিস্ট এবং পারমাণবিক বিজ্ঞানের ক্ষেত্রে শীর্ষ বিজ্ঞানীদের সমন্বয়ে এই গ্রুপটি গঠিত। এর নেতৃত্বে রয়েছেন টম কাহিল নামের ৩৩ বছর বয়সী একজন চিকিৎসক ও পুজিপতি। বিজ্ঞানীদের এই দলটি মার্কিন যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাস পরীক্ষা, চিকিৎসা, সনাক্ত এবং নিরাময়ের সম্ভাব্য সমাধানগুলো নিয়ে গবেষণা করছেন। দলটি যাতে দ্রুত সফলতা পেতে পারে সে জন্য সরাসরি ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার চেষ্টা করছেন। দলটি বলেছে, ‘আমরা আবেগপ্রবণ নাগরিক-বিজ্ঞানীদের একটি গ্রুপ, যারা স্বল্পতম সময়ে নিরাপদ এবং কার্যকর কভিড-১৯ চিকিৎসা এবং ভ্যাকসিন তৈরির জন্য কাজ করছে। আমরা আমাদের সমাজকে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিতে চাই এবং ভবিষ্যতে যাতে কভিড-১৯ ঝুঁকি না থাকে সেজন্য চেষ্টা করছি। এ জন্য আমরা ট্রাম্প প্রশাসনের কাছে চার দফা প্রস্তাব পেশ করেছি। এখানে এমন সব বিজ্ঞানীদের সংযুক্ত করা হয়েছে যাদের মনে ন্যুনতম বাণিজ্যিক-আর্থিক কোন ভাবনা নেই। আমাদের একমাত্র অনুপ্রেরণা হল আমাদের দেশ ও বিশ্ব এখন যে গুরুতর হুমকির মুখোমুখি হচ্ছে, তাকে পরাস্ত করতে সহায়তা করা।’ ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, কভিড-১৯ ভ্যাকসিন গবেষণার হতাশাজনক অগ্রগতি দেখে মার্চের গোড়ার দিকে কাহিল প্রথম দলটিকে জড়ো করেছিলেন। কাহিল আর্থিক বিনিয়োগে জড়ানোর আগে ডিউক বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে এমডি এবং পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। তার দলে আছেন, বোস্টন সেল্টিক্সের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ প্যাগলিয়াকা, বিলিওনিয়ার পিটার থিয়েল এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের দীর্ঘকালীন বিনিয়োগ সহযোগী নিক আয়ার্স। গ্রুপটি তাদের চার স্তরের এই প্রস্তাবনা নিয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মিনুচিন, জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট ডিরেক্টর ফ্রান্সিস কলিন্স এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সাথে আলোচনা করেছেন বলে খবরে বলা হয়েছে। তবে মার্কিন সরকারের পক্ষ থেকে এখনো কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

সূত্র : বিজনেস ইনসাইডার




Archives
Image
বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড
Image
বরিশালে শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিবাদ
Image
রাজধানীর ধানমন্ডি লেক থেকে যুবকের লাশ উদ্ধার
Image
মারা গেছেন সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন