Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে করোনা’তেও ব্যতিক্রম বাসদ’র ডা: মনীষা চক্রবর্তী 
Sunday March 29, 2020 , 9:42 pm
Print this E-mail this

বরিশাল নগরীর রাজনীতিতে ভিন্নধারার সব কর্মসূচী পালন করে সকলের নজর কাড়েন এই মনীষা

বরিশালে করোনা’তেও ব্যতিক্রম বাসদ’র ডা: মনীষা চক্রবর্তী


নিজস্ব প্রতিবেদক : মরণঘাতী করোনাভাইরাস আতংকের মধ্যেও বরিশালে দুস্থ মানুষের পাশে নেই বেশীরভাগ রাজনৈতিক নেতাকর্মীরা। তবে ব্যতিক্রম বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী। করোনাভাইরাজ আতংকের শুরু থেকে সচেতনতা বৃদ্ধিতে প্রচারনা, সংক্রামন রোধে উপকরন বিতরণ এবং দিনমজুরদের সাহায্যর্থে নানামুখী কর্মসূচী নিয়ে সক্রিয় তিনি। তার একটি ব্যতিক্রমি কর্মসূচী হচ্ছে মুষ্ঠি চাল সংগ্রহ। বাসাবাড়িতে বাসদের বিতরন করা ব্যাগে রান্না করা চাল থেকে প্রতিদিন একমুঠো করে চাল সংগ্রহ করে বিতরণ করা হচ্ছে হতদরিদ্রদের মধ্যে। এক সপ্তাহ আগে চাল সংগ্রহ শুরু হলে রোববার প্রথমবার দুস্থদের মধ্যে সেগুলো বিতরণ করা হয়। বরিশালে শীর্ষ রাজনৈতিক নেতাদের মধ্যে তিনিই প্রথম দুস্থদের মধ্যে চালসহ নিত্যপণ্য বিতরণ করেন। নগরীর প্রাণকেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল চত্বরে চার ফুট দুরত্ব বজায় রেখে সকলকে লাইনে দাড় করিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দিচ্ছেন ডা: মনীষা চক্রবর্তীর নেতৃত্বে বাসদ কর্মীরা। দিনমজুর প্রতি পরিবারকে দেয়া হচ্ছে একটি ব্যাগ। যাতে রয়েছে ৪ কেজি চাল, ৩ কেজি আলু, আধা লিটার সোয়াবিন তেল, ১ কেজি মসুরের ডাল, ১ কেজি লবন, ১ কেজি পেয়াজ, একটি সাবান ও এক প্যাকেট মশার কয়েল। এসময় উপস্থিত ছিলেন-বরিশাল জেলা বাসদের আহবায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন, সমাজতান্ত্রিক রিক্সা শ্রমীক ইউনিয়ন সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক মহিলা দল সভাপতি মাফিয়া বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সুজন আহমেদ প্রমুখ। করোনাভাইরাস আতংক শুরু হওয়ার পর থেকে বরিশাল নগরীতে মাস্ক, সাবান, হ্যান্ড সেনিটাইজার বিতরন করে আসছে বাসদ কর্মীরা। নগরীর সদর রোডসহ বিভিন্ন সড়কে মোটরসাইকেল আরোহীদের মধ্যে জীবানু ধংসকারী স্প্রে ছেটানো হয়। খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প। ডা: মনীষা চক্রবর্তী বলেন, করোনা ভাইরাসের এমন দুর্যোগ মুহূর্তে শ্রমজীবী দিন মজুর ও দুস্থদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবী জানিয়েছেন তিনি। কিন্তু সরকার দুস্থদের জন্য তেমন কিছুই করতে পারেনি। এমনকি এই দূর্যোগকালীন বরিশালের মেয়রসহ স্থানীয় অধিকাংশ জনপ্রতিনিধি শ্রমিকদের পাশে এক মুহুর্তের জন্য আসেননি। উল্লেখ্য, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ এমবিবিএস ডিগ্রীধারী ডা: মনীষা ৩৩তম বিসিএস উত্তীর্ন হয়েও রাজনীতির জন্য চাকুরীতে যোগ দেননি। বিগত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহন করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। এরপর থেকে বরিশাল নগরীর রাজনীতিতে ভিন্নধারার সব কর্মসূচী পালন করে সকলের নজর কাড়েন।




Archives
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে
Image
কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ
Image
বরিশালে কারেন্ট জাল ও মাছ সহ আটক ৫
Image
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার
Image
বরগুনার আমতলীতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক