Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের গৌরনদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ্ 
Thursday March 12, 2020 , 8:50 pm
Print this E-mail this

অগ্নিকান্ডে সাত লক্ষাধিক টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা

বরিশালের গৌরনদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ্


নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী বাস স্টান্ডসংলগ্নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যাবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন, পার্বত্য চট্রগাম শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যহির্বহী কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি। গত বুধবার দিবাগত মধ্যরাতে বাসষ্ট্যান্ডের অপর প্রান্তে অগ্নিকান্ডে এ ঘটনা ঘটে চারটি দোকান সম্পূর্ণ ও দুইটি দোকান আংশিক ভস্মিভূত হয়। জানা গেছে, আগুন নেভাতে গিয়ে ফায়ারকর্মী মাসুম বিল্লাহসহ তিনজন আহত হয়েছে। অগ্নিকান্ডে সাত লক্ষাধিক টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। অগ্নিকান্ডে সময় বরিশাল-ঢাকা মহাসড়কে প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো। গৌরনদী ফায়ার ষ্টেশনের অফিসার আব্দুস ছালাম জানান, রিপন ইলেকট্রিকের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী ফায়ার ষ্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে রাত দুইটার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে অগ্নিকান্ডে রিপন ইলেকট্রিক, জাহাঙ্গাীর হোসেনের ব্যাটারী চার্জের ও মাইকের দোকান, নুরুউদ্দিনের মুদি দোকান, কালুর ফলের দোকান সম্পূর্ণ, তাজুল টেকরেটর, আব্দুর রব খানের চায়ের দোকান আংশিক ভস্মিভূত হয়ে যায়।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু