Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ১:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ধর্ষণ মামলায় অস্বাভাবিক জামিন, হতবাক দেশের সর্বোচ্চ আদালত! 
Thursday March 12, 2020 , 8:34 pm
Print this E-mail this

তলব করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭’র বিচারক বেগম কামরুন্নাহারকে

ধর্ষণ মামলায় অস্বাভাবিক জামিন, হতবাক দেশের সর্বোচ্চ আদালত!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ধর্ষণ মামলায় অস্বাভাবিক জামিন দিয়েছেন এক বিচারক। আপিল বিভাগে জামিন স্থগিত থাকার পরও তাকে জামিন দিয়েছেন আদালত। জামিনের আদেশ দেখে হতবাক প্রধান বিচারপতির আদালত। জামিন বাতিল করে দুই সপ্তাহের মধ্যে আসামিকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তলব করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭’র বিচারক বেগম কামরুন্নাহারকে।অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন এক ভুক্তভোগী। মামলাটি এখন বিচারের শেষ পর্যায়ে রয়েছে। আসামি আসলাম সিকদার হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেন। যে জামিন স্থগিত করেন আপিল বিভাগ। তা সত্ত্বেও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম কামরুন্নাহার আসামিকে জামিন দেন। এ জামিন দেখেই হতবাক হন দেশের সর্বোচ্চ আদালত। তলব করা হয় মামলার নথি। পরে আসামিকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আপিল বিভাগের এই আদেশের কথাটা ৩২ নম্বর অর্ডারে লিপিবদ্ধ আছে। তা স্বত্বেও বিচারক কামরুন্নাহার এই জামিন প্রদান করেছেন। আসামি যে কিনা জামিন পেয়ে বেরিয়ে গেছে। তাকে আগামী দুই সপ্তাহের মধ্যে ওই আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এমন ঘটনায় বিচার বিভাগীয় শৃঙ্খলা নষ্ট হয় বলেও মন্তব্য করেন আপিল বিভাগ।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু