Current Bangladesh Time
শুক্রবার মে ১০, ২০২৪ ১০:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে মানসিক ভারসাম্যহীন এক নারীর সন্তান প্রসব, নবজাতক এই শিশুটির নাম রাখা হয়েছে, মো: আব্দুল্লাহ 
Thursday February 20, 2020 , 9:24 pm
Print this E-mail this

পিরোজপুরের কাউখালীতে মানসিক ভারসাম্যহীন এক নারীর সন্তান প্রসব, নবজাতক এই শিশুটির নাম রাখা হয়েছে, মো: আব্দুল্লাহ


মো: সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালীতে সাকিলা আক্তার (৩৫) নামে পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারী হাসপাতালে সন্তান প্রসব করেছেন। বুধবার দিনগত রাত ১০টার দিকে অপ্রকৃতিস্থ ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান একটি ফুটফুটে ছেলে সন্তান প্রসব করে। আজ বৃহস্পতিবার সকালে ইউএনও নবজাতক শিশু ও প্রসূতি মায়ের জন্য উপকরণ সহায়তা দিতে হাসপাতালে উপস্থিত হন। এ সময় তিনি নবজাতক শিশুটির নাম দেন মো: আব্দুল্লাহ। গত একমাস আগে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা মানসিক ভারসাম্যহীন ওই নারীকে অসুস্থ অবস্থায় পথ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জানা গেছে, গত ১৫ জানুয়ারি মানসিক ভারসাম্যহীন সন্তানসম্ভবা সাকিলা কাউখালী সদরের উত্তর বাজার সেতুর কাছে অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। স্থানীয় তার অবস্থা গুরুতর দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। খবর পেয়ে ইউএনও খালেদা খাতুন ঘটনাস্থলে এসে পরিচয়হীন ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গত এক মাস ধরে ওই নারী চিকিৎসাধীন থাকা অবস্থায় ইউএনও তার দেখভালের দায়িত্ব পালন করেন। এমন অবস্থায় গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে সাকিলার কোলজুড়ে একটি ফুটফুটে ছেলে শিশুর জন্ম হয়। প্রসূতি নারী ও নবজাতক সুস্থ রয়েছেন। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মাসুম বিল্লাহ জানান, সাকিলার সাধারণ ভাবেই সন্তান প্রসব করেছেন (নরমাল ডেলিভারি)। ইউএনওর নির্দেশে আমরা তার যথাযথ চিকিৎসাসেবা প্রদান করছি। বর্তমানে প্রসূতি মা ও নবজাতক সুস্থ আছে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা বলেন, সাকিলা মানসিক ভারসাম্যহীন। তার চিকিৎসা পাওয়ার অধিকার আছে। তাকে পথ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার প্রকৃত ঠিকানা অনুসন্ধানের প্রক্রিয়া চলছে। না পাওয়া গেলে পরবর্তীতে সমাজসেবা অধিদপ্তরের আশ্রয়ণের সহায়তা চাওয়া হবে।




Archives
Image
সোহেল চৌধুরী হত্যা মামলা : আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের যাবজ্জীবন
Image
এবার পুলিশের দ্বারস্থ হলেন চিত্রনায়িকা বুবলী
Image
রাজধানীতে মিলল ‘পুনর্জন্ম’র প্রযোজক রুহানের ঝুলন্ত মরদেহ
Image
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ
Image
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বরিশাল সদরে ভোট সম্পন্ন