Current Bangladesh Time
সোমবার মে ৬, ২০২৪ ৮:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির নলছিটিতে ইয়াবা দিয়ে প্যানেল চেয়ারম্যানসহ ৮ জনকে ফাঁসানোর অভিযোগ! 
Thursday February 20, 2020 , 6:43 pm
Print this E-mail this

ঝালকাঠির নলছিটিতে ইয়াবা দিয়ে প্যানেল চেয়ারম্যানসহ ৮ জনকে ফাঁসানোর অভিযোগ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহিনের বিরুদ্ধে র‌্যাবের মাধ্যমে ইয়াবা দিয়ে প্যানেল চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার করানোর অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেল ৩টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে হয়রানীর শিকার প্যানেল চেয়ারম্যানের স্ত্রী সুমি আক্তার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে র‌্যাবের হাতে আটক ৮ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুমি আক্তার অভিযোগ করেন, গত ১৭ ফেব্রুয়ারি রাতে আমিরাবাদ গ্রামের আওলাদ মৃধার মা সুফিয়া খাতুনের মৃত্যুতে আগামী ৬ মার্চ দোয়া অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি বৈঠক চলছিল আওলাদাদ মৃধার বাড়িতে। সেখানে সুমি বেগমের স্বামী জসিম হাওলাদার জনপ্রতিনিধি হিসেবে, সাবেক মেম্বার জামাল খান, আওলাদের ভগ্নিপতি জলিল তালুকদার, প্রতিবেশী মিরাজ হাওলাদার, শ্যালক মিজানুর রহমান, বন্ধু সেলিম ও কামরুলসহ নিকটাত্মীয়রা অংশ নেন। ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন বরিশাল র‌্যাব-৮’র একটি দলকে খবর দিয়ে ৮ জনকে আটক করান। এ সময় মোটরসাইকেলযোগে আসা চেয়ারম্যানের সোর্স ও মাদকব্যবসায়ী রুহুল আমিনকে ঘরের মধ্যে ঢুকে র‌্যাবের সাথে কথা বলতে দেখা যায়। এর কিছুক্ষণ পরেই র‌্যাবের ডিএডি মোঃ আব্দুল মোন্নাফ এর নেতৃত্বে একদল র‌্যাব সদস্য ৪৭ পিস ইয়াবা এবং ৪৮ হাজার টাকা উদ্ধার করেছেন বলে সবাইকে জানান। ইউপি চেয়ারম্যান শাহীনের সঙ্গে প্যানেল চেয়ারম্যান জসিমের বিরোধ চলছিল। জসিম আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে শাহীন র‌্যাব দিয়ে নাটক সাজিয়ে নিরাপরাধ ৮ জনকে গ্রেফতার করিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে হয়রানি করছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। সুমি আক্তার বলেন, আমার স্বামী জসিমের জনপ্রিয়তা দেখে শাহীন ঈর্ষান্নিত হয়। সে ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজ থেকে আমার স্বামীকে কোণঠাসা করে রাখে। শাহীন নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার বাহিনী এখনো মাদক বিক্রি করে। আমিরাবাদ গ্রামের সালাম মৃধা, জামাল মৃধা ও মাদক কারবারি রুহুল আমিন ইউপি চেয়ারম্যান শাহীনের লোক।শাহীন ও তার লোকজন আমার স্বামীকে ফাঁসানোর জন্য র‌্যাবকে দিয়ে আমার স্বামীসহ ৮ জনের পকেটে ইয়াবা ঢুকিয়ে আটক দেখায়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন বলেন, সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগ করা হয়েছে। র‌্যাব তাদের কাছে ইয়াবা পেয়েছে, এখানে অন্য কারো হাত থাকতে পারে না। আমি এর সঙ্গে কোনভাবেই সম্পৃক্ত নই।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল