Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলার চরফ্যাশনে ভাসমান ট্রলারে এক যুবতিকে গণ ধর্ষণ, ৫ ধর্ষক আটক 
Monday February 10, 2020 , 7:10 am
Print this E-mail this

ভোলার চরফ্যাশনে ভাসমান ট্রলারে এক যুবতিকে গণ ধর্ষণ, ৫ ধর্ষক আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিন আইচা থানার চরমানিকা ইউনিয়নের চর ফারুকী গ্রামের নিকটবর্তী বুড়াগৌরঙ্গা নদীর তীরে ভাসমান ট্রলারে গত শনিবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৪টার সময় ৩০ বছর বয়সী এক যুবতিকে গণ ধর্ষণ করে ৫ যুবক। চর মানিকা কোস্টগার্ড নদীতে অভিযানের সময় ভিক্টিমকে উদ্ধারসহ ৫ ধর্ষককে আটক করেছেন। তাদেরকে রবিবার সকালে দক্ষিণ আইচা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হলেন-চরমানিকা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের  ইউছুফ হাসান সরদার (২০), দক্ষিণ আইচা ৫ নং ওয়ার্ডের সোহেল রানা দিদার (২০), চর মানিকা ৩ নং ওয়ার্ডের ওয়াসেল আহম্মদ সিকদার (২০), চরকচ্ছপিয়া ৪ নং ওয়ার্ডের  রিপন ফকির (২০), একই গ্রামের মোরশেদ হাওলাদার (৩৫)।চর মানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেন সাংবাদিককে জানান, নদীতে অভিযানকালে শনিবার  রাত সাড়ে ৪টার সময় একটি ভাসমান ট্রলার দেখতে পেয়ে চেক করতে গেলে ভিতর থেকে এক নারী বাচাঁও বাঁচাও বলে চিৎকার দেয়, এসময় ওই নারীকে উদ্ধারসহ পাঁচ যুবককে আটক করা হয়। ভিক্টিম জানিয়েছে, সোহেলের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। প্রেমের ফাঁদে ফেলে প্রথমে চর কুকরী মুকরী নারিকেল বাগানে দিয়ে ধর্ষণ করেন, পরে ট্রলারের করে নদী ভিতরে সে ৫ যুবকসহ পালাক্রমে ধর্ষণ করেছে। দক্ষিণ আইচা থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনে ভিক্টিম বাদী হয়ে মামলা করেছেন। আসামিদেরকে আদালতে প্রেরন করা হয়ছে।




Archives
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ