Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দেশীয় সম্পদ গ্যাস রক্ষা করার দাবীতে বরিশালে মানববন্ধন 
Saturday February 8, 2020 , 8:40 pm
Print this E-mail this

দেশীয় সম্পদ গ্যাস রক্ষা করার দাবীতে বরিশালে মানববন্ধন


শামীম আহমেদ : বরিশাল বিভাগের ভোলা জেলার উত্তর (ভেদুরিয়ার) গ্যাস ক্ষেত্র রাশিয়ার গাজপ্রম কোম্পানিকে লিজ দেয়ার প্রতিবাদ করা সহ নতুন গ্যাস কুপ বিনা দরপত্রে রাশিয়ান গজপ্রম’ কোম্পানীর সাথে সমঝোতা স্মারক বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে তেল–গ্যাসখনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি বরিশাল জেলা শাখা। আজ শনিবার (৮ ফ্রেবয়ারী) দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখ সদর রোডে এ কর্মসূচি পালিত হয়। বরিশাল জেলা শাখা কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-কেন্দ্রীয় ইউনাইটেড কমিউনিস্ট লীগ সদস্য কমরেড নিমাই মন্ডল, অধ্যাপক জলিলুর রহমান, নৃপেন্দ্র নাথ বাড়ৈ, অধ্যাপক দুলাল মজুমদার, দেওয়ান আঃ রসিদ নিলু ও নবীন আহমেদ। এসময় কেন্দ্রীয় সদস্য নিমাই মন্ডল বলেন, এই সরকারের হাথে আমাদের জাতীয় সম্পদ নিরাপদহীন হয়ে পড়েছে। সরকার রাতের আধারের ভোটের মত বিচার বিভাগকে ব্যবহার করে এদেশের গ্যাস সম্পদ বিক্রি করে দিচ্ছে। এব্যাপারে কেহ বিচার বিভাগে যাবেন তাও আইন পাশ করে সেপথ রুদ্ধ করে রেখেছে ক্ষমতায় টিকে থাকার মত। তাই দেশের সম্পদ রক্ষার করার আন্দোলনে সকলকে সোচ্চার হওয়ার জন্য আহবান জানান তিনি।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু