Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিরাপদ সড়ক নিশ্চত করতে সকলকে কাধেঁ কাধঁ মিলিয়ে কাজ করতে হবে-পুলিশ কমিশনার 
Monday February 3, 2020 , 9:17 pm
Print this E-mail this

নিরাপদ সড়ক নিশ্চত করতে সকলকে কাধেঁ কাধঁ মিলিয়ে কাজ করতে হবে-পুলিশ কমিশনার


নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশানর মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে এনে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার মাধ্যমে জনস্বার্থ রক্ষা করা। জনস্বার্থে নিরাপদ সড়ক নিশ্চত করার লক্ষ্যে আমাদের সকলকে কাধেঁ কাধঁ মিলিয়ে কাজ করতে হবে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর সম্মেলন কক্ষ অনুষ্ঠিত আঞ্চলিক পরিবহন কমিটি, মহানগরের ত্রৈমাসিক সভায় বক্তব্যে একথা বলেন। সভার শুরুতেই বিগত সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন সংক্রান্তে আলোচনাকালে তিনি বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করে বলেন, ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরের কাজের সমন্বয় সাধনের মাধ্যমে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি যানবাহন ও পরিবহন মালিক, পরিবহন শ্রমিক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সচেতন করে তুলতে হবে। আর নিরাপদ সড়ক নিশ্চিত করার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সোনার বাংলা বিনির্মাণের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন; আমরা হব তার গর্বিত অংশীদার।’ এসময় সভায় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, সহকারি পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু কমিশনার) জনাব আবদুল হালিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু