Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ৩:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » থানা হবে সাধারণ মানুষের আশ্রয় কেন্দ্র-বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম 
Wednesday January 22, 2020 , 2:06 pm
Print this E-mail this

থানা হবে সাধারণ মানুষের আশ্রয় কেন্দ্র-বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম


নিজস্ব প্রতিবেদক : বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেন-মাদক ব্যবসায়ী, এর পুঁজিদাতা, আশ্রয়দাতা, দালাল, তদবিরবাজ কাউকেই আমরা ছাড় দেব না। তিনি বলেন থানায় আগত মানুষের প্রতি সদয় হতে হবে,আগত কোন ব্যক্তি যেন সেবা না নিয়ে যেতে পারে সেদিকে খেয়াল রাখেতে হবে। মনে রাখতে হবে থানাই হবে সাধারণ মানুষের আশ্রয়। কোন মাদক ব্যবসায়ীকেই ছার দেওয়া হবে না, পুলিশের কোনো সদস্য যদি মাদকের সঙ্গে জড়িত থাকে সে ক্ষেত্রে প্রমাণ পেলে তাকে চাকুরিচ্যুত এমনকি তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি হুঁশিয়ারি প্রদান করে বলেন, পুলিশের অন্যায় অচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। মঙ্গলবার সকাল ১১ টায় বরিশালের বাবুগঞ্জ থানা ঈদগাহ মাঠ প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেন, সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমকে জোরদার করা যায় তাহলে সবার সম্বন্নিত প্রচেষ্টার মাধ্যমে দেশ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ দূর করা সম্ভব হবে। ডিআইজি বলেন, দেশে জঙ্গিবাদ যেভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছিল তা এখন অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে, তবে একেবারে নির্মুল হয়নি। জঙ্গিবাদকে নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে জঙ্গিবাদকে প্রশ্চয় দেওয়া যাবে না সে ব্যাপারের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম বার)’র সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ’র সঞ্চালনায় ও ওসি মিজানুর রহমানের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথির বক্তব্য ডিআইজি শফিকুল ইসলাম এ সব কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার অবদুর রকিব, ফয়েজ আহম্মেদ, ইউএনও সুজিত হাওলাদার, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এসএম ইকবাল, সম্পাদক কেএসএম মহিউদ্দিন মানিক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মু. আক্তার-উজ-জামান মিলন, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল শিকদার, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, কেদারপুর ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারী, বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী, শ্রমজীবী, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, উপজেলা পরিষদ, সুশীল সমাজ, বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




Archives
Image
শ্রমিকের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল
Image
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার ২
Image
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন
Image
বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার