Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৫:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আজ থেকে পুলিশ সপ্তাহ শুরু 
Sunday January 5, 2020 , 2:08 pm
Print this E-mail this

আজ থেকে পুলিশ সপ্তাহ শুরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার-এই প্রতিপাদ্যে আজ থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী পুলিশ সপ্তাহ’২০২০। পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহের এই অনুষ্ঠানমালা শুরু হচ্ছে আজ রোববার (৫ জানুয়ারি) থেকে চলবে আগামী ১০ জানুয়ারি, শুক্রবার পর্যন্ত। রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে এই আয়োজন উদ্বোধন করবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ১১৮ জন পুলিশ সদস্য বিপিএম, পিপিএম পদক পাচ্ছেন। প্রধানমন্ত্রী তাদের হাতে পদক তুলে দেবেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ১৪ জনকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ২০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ জনকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ৫৬ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ প্রদান করা হবে। অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন তিনি। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি আলাদা আলাদা বাণী দিয়েছেন।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস