Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কমলার নামে ‘কেনু’ কিনে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ! 
Friday December 27, 2019 , 8:34 pm
Print this E-mail this

কমলার নামে ‘কেনু’ কিনে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শীতকালীন ফলমূলে ভরপুর বাজার। বিভিন্ন প্রকারের আপেলকুল, জলপাই, কমলাসহ নানা রকমের ফলমূলে সয়লাব বাজারগুলো। তবে বাজারে কমলার চেয়ে কেনু কমলায় সয়লাব হয়ে পড়েছে। আর কমলার নামে কেনু কমলা কিনে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। কমলা সাধারণত শীতকালে বের হয়। কিন্তু নগরীর প্রতিটি বাজারে দোকানীরা ও ভাসমান ফল বিক্রেতারা কমলার পরিবর্তে কেনু কমলা বিক্রি করছেন বেশি। কমলা ও কেনু কমলার কালার দেখতে প্রায় একই। দোকানীরা কেনু কমলাকে কমলা বলে বিক্রি করতে দেখা যায় প্রতিদিন। অনেক ক্রেতারা যা সহজে বুঝেন না। কমলার খোসা সাধারণত সহজে ছুটে আসে। কিন্তু কেনু কমলার খোসা সহজে ছুটে না। কেনু কমলার চেয়ে কমলার স্বাদ অনেক মজা। বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় কেনু কমলায় সয়লাব হয়ে পড়েছে। ভাসমান ফল বিক্রেতারা কেনু কমলাকে কমলা বলে দেদারছে বিক্রি করছে। যা আসল কমলা নয়। ভারতের শিলচর থেকে এসব কেনু কমলা কয়েকটি বর্ডার দিয়ে এই দেশে আসে। গ্রামাঞ্চল থেকে শহরে আসা মানুষদের টার্গেট করে বিক্রেতারা। বিক্রেতারা তাদের কাছে কেনু কমলাকে কমলা বলে বিক্রি করতে দেখা যায় প্রতিনিয়ত। বাজারে কেনু কমলা কেজি প্রতি ১০০ টাকা ও কমলা প্রতি কেজি ১২০-১৩০ টাকায় বিক্রি হচ্ছে।  

যেভাবে চিনবেন কমলা না কেনু : কমলার খোসা সহজে ছুটে আসে। কমলার কালার একটু ভিন্ন রকমের। দেখতে একটু ফুলা লাগে। আর কেনু কমলার খোসা একেবারে মলিন। খোলস অনেক ঘাড়। রং দেখতে চকচকে। হাত দিয়ে খোসা সহজে ছুটবে না।




Archives
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!