Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নারী ও কণ্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বরিশালে শেয়ারিং সভা 
Friday December 27, 2019 , 1:00 pm
Print this E-mail this

নারী ও কণ্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বরিশালে শেয়ারিং সভা


শামীম আহমেদ : বরিশালে নারী ও কণ্যাশিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধের একটা সমন্বিত আইন প্রনয়ন করা এখন সময়ের দাবী শীর্ষক শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নগরীর সেলিব্রেশন পয়েন্ট মিলনায়তন সভা কক্ষে জাতীয় কণ্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম ও গালর্স অ্যাডভোকেসি অ্যালায়েন্স প্লান ইন্টারন্যাশনাল বরিশাল জেলা শাখার আয়োজনে অর্ধবেলা এ শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়। বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতার সভাপতিত্বে শেয়ারিং সভায় কণ্যা শিশু সহ বিভিন্ন প্রর্যায়ে যৌন সহিংসতা হয়রানী প্রতিরোধ করার বিষয়ে প্রস্তবনার উপর বক্তব্য রাখেন-বরিশাল কোতয়ালী মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ রাসেল আহমেদ, বরিশাল মহিলা বিষয়ক কর্মকর্তা আলহাজ্ব রাসিদা বেগম, সচেতন নাগরীক কমিটি জেলা সভাপতি প্রফেসর শাহ সাজেদা, সুজন বরিশাল মহানগর সভাপতি প্রফেসর গাজী জাহিদ হাসান, সুজন সম্পাদক রনজিৎ দত্ত, বরিশাল মানবাধিকার জোট সভাপতি ডা: সৈয়দ হাবীবুর রহমান, এ্যাড. হিরন কুমার দাশ মিঠু। বরিশাল জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যৌন সহিংসতা সহ কণ্যা শিশু যৌন নির্যাতনের শিকার হওয়া বিষয় নিয়ে এসব বন্ধে গবেষনামূলক কাজ করা বিভিন্ন সংগঠনের সদস্যদের মধ্যে প্রস্তাবনামূলক বক্তব্য রাখেন ইয়ূত সদস্য লামিয়া ইসলাম, সানজিদা জাহান, মনিরুল ইসলাম সোহান, সমাজ কর্র্মী মাসুদুর রহমান, টিআইবি সদস্য গাজী গোলাম মোহাম্মদ। এসময় আরো বক্তব্য রাখেন-বরিশাল মহিলা পরিষদ সম্পাদক পূস্প রানি, ব্লাস্ট সদস্য এ্যাড. শাহিদা তালুকদার, প্লান ইন্টারন্যাশনাল সদস্য নাসরিন নাহার। এসময় বিভিন্ন বক্তরা বলেন, কাইকে দোষারুপ করে হতাশ হলে চলবে না। আমাদের সকলকে সমন্বয় রেখে কাজ করা গেলে এসকল অপরাধ মূলক ঘটনা বন্ধ করা সহজ হবে। আমাদের দেশে যত আইন আছে আকাশে তত তরা নেই। আমাদের আইন আছে সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে নেই আইনের বাস্তবায়ন প্রয়োগ করা। এখন আমাদের তিনটি হাত আছে ডান,বাম ও অজুহাত আমরা অজুহাতের উপর নির্ভরশীল হয়ে পড়েছি এথেকে বের হয়ে আসার জন্য কাজ করতে হবে। এছাড়া আমাদের সমাজ ব্যবস্থা নৈতিক অবক্ষয় হয়েছে, এসব বন্ধ করতে হলে সর্ব প্রথম নিজ ঘড়ের পরিবারের মধ্যে থেকে সচেতনতা সৃষ্টি ও পরিবেশ তৈরী করার আহবান জানান। শেয়ারিং সভায় বরিশালের সংবাদ কর্মী, সমাজসেবক, আইনজীবী, উন্নয়ন সংস্থার সদস্য সহ বিভিন্ন তরুন উন্নয়ন সস্থার ৫০ জন সদস্য অংশগ্রহন করেন।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস