প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে বয়স ও বিষয় ভিত্তিক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত
Wednesday September 25, 2019 , 9:46 pm
বরিশালে বয়স ও বিষয় ভিত্তিক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : গত ২১ সেপ্টেম্বর শনিবার রাত ৭ টায় বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী বরিশালের আয়োজনে, অশ্বিনী কুমার হলে বয়স ও বিষয় ভিত্তিক নৃত্য প্রতিযোগিতা ২০১৯ বরিশাল জেলা ও বিভাগীয় পর্যায়ে বাছাই অভিজ্ঞান পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রশাসক, এস এম অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৃত্যশিল্পী সংস্থা বরিশাল, শামীমা রশিদ লিমা।
বিশেষ অতিথি ছিলেন-বিশিষ্ট নৃত্যশিল্পী ও সহ-সভাপতি নৃত্যশিল্পী সংস্থা, সেলিনা হক, ঢাকা থেকে বাংলাদেশের খ্যাতনামা নিত্য প্রশিক্ষক, সাজু আহমেদ, সভাপতি সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বরিশাল, কাজল ঘোষ, বিশিষ্ট কবি সাহিত্যিক ও ছড়াকার লুৎফে আলম, জেলা কালচারাল অফিসার হাসান রশীদ মাকসুদ, সাধারণ সম্পাদক নিত্যশিল্পী সংস্থা, মুরাদুজ্জমান খানসহ বিচারক, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা, প্রশিক্ষক, সংগঠনের সদস্য, অভিভাবকবৃন্দরা। প্রতিযোগিতার বিষয় সমূহ হলো-সাধারন নৃত্য, লোকনৃত্য, কথক, মনিপুরী, উচ্চাঙ্গ নৃত্য ইত্যাদি। পরে এক আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের মাঝে অভিজ্ঞান পত্র বিতরণ করেন জেলা প্রশাসক।