Current Bangladesh Time
রবিবার আগস্ট ৩১, ২০২৫ ৬:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বিনোদনের নতুন মাত্রা যোগ করতে যুক্ত হচ্ছে পিকনিক স্পট “নিসর্গ” 
Friday August 23, 2019 , 8:37 pm
Print this E-mail this

বরিশালের বিনোদনের নতুন মাত্রা যোগ করতে যুক্ত হচ্ছে পিকনিক স্পট “নিসর্গ”


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শহরে কোলাহলমুক্ত তেমন কোন বিনোদন কেন্দ্র না থাকায় বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃতি প্রেমিরা। এবার বরিশালের প্রকৃতিপ্রেমিদের জন্য বিনোদনের নতুন মাত্রা যোগ করতে যুক্ত হচ্ছে পিকনিক স্পট “নিসর্গ”। একঘেয়েমি দূর করতে ঘুরে বেড়াতে আসেন পারেন এই পিকনিক স্পটে। কয়েক একর জমি নিয়ে বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় এ পার্কটি নির্মাণ করেছেন বরিশালের স্বনামধন্য কিডনি বিশেষশজ্ঞ ডাঃ রফিকুল বারী’র সহধর্মীনি ও রয়েল সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী আফরোজা। দেশ-বিদেশের বিভিন্ন প্রজাতির গাছপালা ও লতা। চারিপার্শ্বে বিভিন্ন প্রজাতের ফুলগাছ ছাড়াও কৃত্রিম পশু-পাখি যেমন-সিংহ, বাঘ, বক, হরিন, পাখি, বানর সহ বিনোদনের অসংখ্য স্ট্যাচু দিয়ে প্রায় কয়েক একর জমিকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির ন্যায় সাজানো হয়েছে অপরূপ সাজে। এছাড়া শিশু-কিশোরদের জন্য রয়েছে আলাদা পার্ক। এখানে শিশু-কিশোরদের বিনোদনের বিভিন্ন রাইডসহ দেশ-বিদেশের অসংখ্য খেলনা সামগ্রী স্থান করা হয়েছে এবং আরও খেলনা সামগ্রী স্থাপন প্রকৃিয়াধীন। স্থানীয় এক বাসিন্দা জানান, শিশু-কিশোর থেকে শুরু করে সকল বয়সের মানুষের চিত্ত বিনোদনের জন্য বরিশালসহ পার্শ্ববর্তী এলাকার মানুষের বিনোদনের নতুন মাত্রা যোগ করেছে। পার্কটির প্রতিষ্ঠাতা কাজী আফরোজা জানান, বরিশালের মানুষের বিনোদনের জন্য আমি এই পার্কটি নির্মাণের চিন্তা করেছি, কোন ব্যবসায়ীক মনোভব নিয়ে এটি নির্মাণ করিনি। আর কিছু দিনের মধ্যেই পুরো কাজ শেষ হবে, সবাই পরিবার-পরিজন নিয়ে আসবেন ভালো লাগবে আশা করি। যেভাবে যাবেন : বরিশাল শহরের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে ৫/৬ কিলোমিটার দূরত্ব পিকনিক স্পট “নিসর্গ”। চৌমাথা থেকে পশ্চিম দিকে নবগ্রাম রোডে কড়াপুর ইউনিয়নের এই পার্কটিতে পৌঁছানো যাবে। চৌমাথা থেকে অটোরিকসা, মাহিন্দ্র কিংবা অন্যান্য পরিবহনে ভাড়া পড়বে মাত্র ২০ থেকে ৩০ টাকা।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী