মিন্নি ও খুনি নয়নের কথোপকথনের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মেসেঞ্জারে রিফাতের স্ত্রী আয়শা আক্তার মিন্নি ও খুনি নয়ন বন্ডের কথোপকথের একটি স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়েছে। যেখানে নয়নকে ‘জান’ বলে সম্বোধন করেছে মিন্নি। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ছবিটি নিয়ে ফেসবুকে আলোচনার ঝড় বইছে। কমেন্ট্স এর মাধ্যমে বিচার দাবী করা হচ্ছে সন্ত্রাসী নয়ন ও রিফাতের স্ত্রী আয়শা আক্তার মিন্নির। ভাইরাল হওয়া ওই ছটিতে দেখা যাচ্ছে, মিন্নি শরীফ নামে আইডি থেকে নয়ন বন্ডকে ‘সরি জান’ লেখা হয়েছে। উত্তোরে নয়ন বন্ড নামক আইডি থেকে লেখা হয়েছে, নো সরি, এগুলো আমার প্রাপ্য। মিন্নি শরীফ উত্তোরে লিখেছেন ‘সরি বল্লাম না’। ফেসবুক মেসেঞ্জারে দু’জনের মধ্যকার কথপোকথনের ‘স্ক্রিনশট’ ফেসবুকে পোষ্ট করা হয়েছে। ওই পোষ্টের নিচে নিহত রিফাতের স্ত্রীকে জড়িতে বিভিন্ন ধরনের কমেন্ট্স ও শেয়ার করা হচ্ছে। কেউ কেউ বলছেন মিন্নির কারনেই খুন হতে হলো রিফাত শরীফকে। এজন্য মিন্নিরও বিচার হওয়া উচিৎ। কেউ লিখছেন এদের মত মেয়েদের শাস্তি হওয়া উচিৎ। এছাড়াও বিভিন্ন ধরনের কমেন্টস করা হচ্ছে।