|
তাস খেলায় বাঁধা দেয়ায় ঝালকাঠিতে শ্রমিক হত্যার অভিযোগ, ৮ সহকর্মী কারাগারে
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠিতে তাস খেলতে নিষেধ করায় আলিম হাওলাদার (২৬) নামে এক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলার রাজপাশা গ্রামের সড়কের পাশে একটি নালা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আলিমের মা এ ঘাটনায় ওই দিন রাতেই মামলা করলে রবিবার দুপুরে নিহতের ৮ সহকর্মী শ্রমিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। আলিমের স্বজনদের অভিযোগ, তাস খেলায় বাঁধা দেয়ায় অন্য শ্রমিকরা তাঁকে মারধর করে মাথা মাটিতে পুতে হত্যা করেছে। মামলার আসামীরা হলো-ঝালকাঠি কৃষ্ণকাঠি এলাকার বাচ্চু খলিফা (৩২), নয়ন ব্যাপারী ওরফে আকবর (২২), মাসুম হোসেন হালাদার (২০), খালেক হাওলাদার (৭০), রজিান হোসেন হাওলাদার (১৮), মোতালেব হোসেন হাওলাদা (৫৫), মোফাজ্জেল তালুকদার (৫৭), নলছিটির তৌকাঠি এলাকার রাজিব খান (২৫)। মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা একটি সড়কের কাজে নিয়োজিত ছিল আলিমসহ ১০ জন শ্রমিক। কাজ শেষে শুক্রবার রাতে ওই এলাকায় শ্রমিকদের থাকার জন্য ঘরে ঘুমাতে যায় সবাই। অন্য শ্রমিকরা তাস খেলার কারণে ঘুমে সমস্যা হচ্ছিল আলিমের। এসময় আলিম তাদের তাস খেলতে নিষেধ করলে এক পর্যায়ে তাকে অন্য শ্রমিকরা মারধর করে পাশের একটি নালায় মাটিতে মাথা পুতে হত্যা করে। বিকেলে রাজপাশা গ্রামের সোনাপুর এলাকার একটি নালায় তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহত আলিমের চাচা মনির হোসেন জানান, তাস খেলায় বাঁধা দেয়ায় তার ভাইয়ের ছেলেকে মারধর করে মাটিতে পুতে হত্যা করা হয়েছে। এলাকাবাসি তাস খেলা নিয়ে ঝগড়ার খবর তাকে জানিয়েছে। এ ব্যাপারে শেখেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আব্দুল মালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় ওই শ্রমিকের নাক থেকে রক্ত বের হচ্ছিল। ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
Post Views: ০
|
|