প্রচ্ছদ » স্লাইডার নিউজ » মুক্তিযুদ্ধের নাটক ‘বৈশাখিনী’ নিয়ে দেশের ৮টি বিভাগ ঘুরবে বরিশালের শব্দাবলী
Monday June 10, 2019 , 10:55 am
মুক্তিযুদ্ধের নাটক ‘বৈশাখিনী’ নিয়ে দেশের ৮টি বিভাগ ঘুরবে বরিশালের শব্দাবলী
নিজস্ব প্রতিবেদক : দেশের ৮টি বিভাগ ঘুরে মুক্তিযুদ্ধের নাটক মঞ্চস্থ করবে বরিশালের নাট্য সংগঠন শব্দাবলী গ্রুপ থিয়েটার। মুক্তিযুদ্ধের এক বিরঙ্গনার গল্প গাঁথা নিয়ে নির্মিত শব্দাবলীর ৬৬ তম প্রযোজনার নতুন নাটকের নাম ‘বৈশাখিনী’। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করতেই এমন প্রয়াশ বলে জানিয়েছেন শব্দাবলী গ্রুপ থিয়েটারের সভাপতি, সৈয়দ দুলাল। আগামী ১২ জুন বরিশাল বিভাগের ভোলা জেলা শিল্পকলা একাডেমীতে বৈশাখিনী নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শুরু হবে এই নাটকের দেশ ভ্রমনের কার্যক্রম। এরপর একই বিভাগের পটুয়াখালী ও বরগুনায় মঞ্চস্থ হবে নাটকটি। বরিশাল বিভাগ শেষ করে বৈশাখিনী মঞ্চস্থ হবে সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে। নাটকটির মূল গল্প লিখেছেন ভারতের প্রখ্যাত নাট্যকার চন্দন সেন, নবনাট্য রূপ দিয়েছেন ড. মাহফুজা হিলালী, নির্দেশনা দিয়েছেন নাট্যজন সৈয়দ দুলাল।