Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদকে রাঙিয়ে তুলতে ভিবিডির ‘‘রাঙা হাতে ঈদ উৎসব’’ 
Tuesday June 4, 2019 , 11:03 am
Print this E-mail this

বরিশালে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদকে রাঙিয়ে তুলতে ভিবিডির ‘‘রাঙা হাতে ঈদ উৎসব’’


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ” এর অন্যতম সিগনেচার ইভেন্ট ‘‘রাঙা হাতে ঈদ উৎসব”, যা বিগত বছরগুলো থেকে ভিবিডি’র বিভিন্ন জেলায় পালিত হয়ে আসছে। সকল শিশুর অধিকার সমান ভাবে ঈদকে উদযাপন করা। তাই আয়োজন করা হয় এ ইভেন্টির, যেন পার্থক্য ঘুচিয়ে সুবিধা বঞ্চিত শিশুরাও নিজেদের রঙিন করতে পারে। এরই পরিপ্রেক্ষিতে ৩ রা জুন, ঈদ-উল-ফিতরের এ আনন্দঘন সময়ে ভিবিডি বরিশাল জেলা সুবিধা বঞ্চিত শিশুদের হাতকে রাঙাতে আয়োজন করছিল ‘‘রাঙা হাতে ঈদ উৎসব”, যেখানে ভলান্টিয়াররা সুবিধা বঞ্চিত শিশুদের হাতে মেহেদী দিয়ে নানা নকশা ফুটিয়ে তুলে। ওরাও যেন ঈদের আমেজ ও রঙে নিজেকে রাঙাতে পারে তার জন্যই ছিল এ প্রচেষ্টা। ভিবিডি বরিশাল জেলা এ বছর দ্বিতীয়বারের মত এই ইভেন্টি আয়োজন করে। ভলান্টিয়াররা বিকেল ৪টা হতে ৬টা বরিশালের মুক্তিযোদ্ধা পার্কে অবস্থিত সকল সুবিধা বঞ্চিত শিশুদের হাতে মেহেদী দিয়ে ইভেন্টটির উদ্দেশ্য বাস্তবে রূপ নেয়। সকল ভলান্টিয়ারদের অক্লান্ত পরিশ্রম আর সহযোগিতায় ইভেন্টটি সুষ্ঠুভাবে শেষ হয়। রাঙা হাতে বাচ্চাদের হাসি হাসি মুখ ওদের আনন্দের মাত্রার যেন বহিঃপ্রকাশ।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী