প্রচ্ছদ » স্লাইডার নিউজ » এই প্রথম মীর সাব্বির ও ফারজানা চুমকি দু’জন একসঙ্গে কোনো ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করলেন
Thursday May 30, 2019 , 9:31 pm
এই প্রথম মীর সাব্বির ও ফারজানা চুমকি দু’জন একসঙ্গে কোনো ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করলেন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন ঈদের জন্য মীর সাব্বির নির্মাণ করেছেন সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মতলব’। এর আগে তার নির্দেশনায় এবং তারই বিপরীতে ফারজানা চুমকি খণ্ড নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছিলেন। এই প্রথম দু’জন একসঙ্গে কোনো ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করলেন। এরইমধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে মীর সাব্বির অভিনয় করেছেন মতলব নামের চরিত্রে। তার বিপরীতে ববিতা চরিত্রে অভিনয় করেছেন ফারজানা চুমকি। ধারাবাহিকটিতে আরো অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, মাজনুন মিজান, অহনা, ঊর্মিলা শ্রাবন্তী কর, মিলন ভট্টাচার্যসহ আরোও অনেকেই। নাটকটি রচনা করেছেন মীর সাব্বির নিজেই। আগামী ঈদের দিন থেকে টানা সাতদিন রাত ৯টা ৪৫ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচার হবে।