Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সরকার দেশে সর্বত্র মেয়েদের পদচারনার সুযোগ সৃষ্টি করেছে-বরিশাল জেলা প্রশাসক 
Wednesday May 15, 2019 , 11:47 am
Print this E-mail this

সরকার দেশে সর্বত্র মেয়েদের পদচারনার সুযোগ সৃষ্টি করেছে-বরিশাল জেলা প্রশাসক


শামীম আহমেদ : “যদি থাকে হাত খালি বাজাই তবে গাইড তালি”-এই প্রতিপ্যাদ্য নিয়ে বরিশালে প্রাথমিক বিদ্যালয়ে গাইডিং কার্যক্রম সম্প্রসারন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৪ই মে) সকাল ১১ টায় অশ্বিনী কুমার টাউন হলে হলদে পাখি সম্প্রসারন আয়োজিত ও বাংলাদেশ গালর্স গাইডস্ এসোসিয়েশন বরিশাল অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এস এম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। অনুষ্ঠানে বিশেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আঃ লতিফ মজুমদার, শিক্ষিকা নাসরিন জাহান ও লুৎফর নাহার আফরোজ। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন, বাংলাদেশ গাল গাইডস্ এসোসিয়েশন বরিশাল অঞ্চল রাবেয়া খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গালর্স গাইড আঞ্চলিক সচিব হাসিনা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, বর্তমান সরকার দেশে সর্বত্র মেয়েদের পদচারনার সুযোগ সৃষ্টি করেছে। তাই আজ মেয়েরা রাস্ট্র পরিচালনা থেকে শুরু করে ক্রিড়াঙ্গনে ব্যপক সুনাম অর্জণ করে চলেছে। আগামীতে এই গালর্স গাইডের মাধ্যমে মেয়েরা আরো এগিয়ে যাবে বলে তিনি গালর্স গাইডের মেয়েদের প্রতি প্রত্যশা কামনা করেন। এর পূর্বে গালর্স গাইডের ছোট্র মোনা মনিরা অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান।




Archives
Image
বরিশালে ধর্ষণের পর হত্যার ঘটনায় দু’জনের ফাঁসি
Image
হাফপ্যান্ট পরায় ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে সূর্য সেন হলের ভিপির সতর্কবার্তা
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম