মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আত্মহত্যা করেছেন চিত্রপরিচালক শামীম আহমেদ রনির সাবেক স্ত্রী মডেল ও অভিনেত্রী তমা খান (৩০)। বুধবার সন্ধ্যায় বাসায় ফ্যানের সঙ্গে তমাকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তার দুই বোন। রাজধানীর আদাবরের বাসায় বুধবার রাতে এই ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস। এই পুলিশ কর্মকর্তা বলেন, অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালকের স্ত্রী তমা খান নামের একজনের আত্মহত্যার কথা জেনেছি আমরা। তার লাশ বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তবে কী কারণে তমা আত্মহত্যা করেছেন তাৎক্ষণিকভাবে তা জানতে পারেননি পুলিশের এ কর্মকর্তা। ২০১১ সালের ১৬ ডিসেম্বর নির্মাতা রনিকে ভালোবেসে বিয়ে করেছিলেন তমা খান। এরপর ২০১৭ সালের অক্টোবরে তাদের দাম্পত্য জীবনের ঝামেলার কথা গণমাধ্যমে প্রকাশ করেন তমা। ওই সময় ডিভোর্স নিয়ে জালিয়াতির অভিযোগে নির্মাতা রনির বিরুদ্ধে মামলাও করছিলেন তিনি।