Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১৭, ২০২৫ ২:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় পরকিয়া জেরে ইউএনওকে পেটালেন স্ত্রী 
Thursday March 7, 2019 , 12:41 pm
Print this E-mail this

ভোলায় পরকিয়া জেরে ইউএনওকে পেটালেন স্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর উপর পরকিয়ার জের ধরে প্রকাশ্যে রাস্তায় হাতাহাতি হয়েছে তার স্ত্রী আফরোজা পারুলের সাথে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৬ মার্চ ) সকাল সাড়ে ১০ বোরহানউদ্দিন উপজেলা শহীদমিনারের সামনে ইউএনও কুদ্দুছের স্ত্রী পারুল তার শার্টের কলার ধরে গাড়ি থেকে টেনে হিচড়ে তাকে রাস্তায় নামায়। দু’জনের মধ্যে প্রকাশ্যে মারামারির ঘটনা ঘটে। স্থানীয়রা তাদেরকে থামিয়ে দিয়ে গাড়িতে উঠিয়ে দেয়। পরে আব্দুল কুদ্দুছ তাকে বাসায় নিয়ে যায়। স্থানীয় একাধিক ব্যাক্তি বলেন, ইউএনও’র সাথে এক মহিলা বিষয়ক কর্মকর্তার পরকিয়া প্রেমের জের ধরে রাস্তায় এ ঝামেলা করেন তার স্ত্রী। ৬ মাস আগে ইউএনও আব্দুল কুদ্দুছ প্রমোশন পেয়ে এডিসি হওয়ার পরেও তিনি রিলিজ অর্ডার বন্ধ করিয়েছেন। এরপরেও তিনি নারি কেলেঙ্করির জন্য বোরহানউদ্দিন ছেড়ে যাননি বলে ধারণা করা হচ্ছে। তিনি অরো দুবার বদলি হলেও বোরহানউদ্দিনে ছেড়ে যাননি বলেও একাধিক ব্যাক্তি জানিয়েছেন। তার ক্ষমতার অপব্যাবহার ও অনিয়মের জন্য বোরহানউদ্দিনে একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ হলেও বাব বার বদলি বাতিল করে বোরহানউদ্দিনেই থেকে গেছেন তিনি। এ নিয়ে তার সাথে একাধিকবার কথা বলতে চাইলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার কোয়াটারের পাশে বসবাস করা একাদিক ব্যাক্তি জানিয়েছেন, তার বাসা থেকে নারি কন্ঠের চিৎকার শুনা যাচ্ছে।




Archives
Image
বরিশালে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা
Image
বরিশালে দুই আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ১৯
Image
হাদির ওপর হামলায় সন্দেহভাজন দু’জনের পাসপোর্ট ব্লক
Image
খালেদা জিয়া সবসময় ইসলামের পক্ষেদৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন : রহমাতুল্লাহ
Image
বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০