Current Bangladesh Time
বুধবার অক্টোবর ৮, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের ভাষা পুরোপুরি আয়ত্ত করতে পারিনি-অহনা 
Friday February 22, 2019 , 12:52 pm
Print this E-mail this

বরিশালের ভাষা পুরোপুরি আয়ত্ত করতে পারিনি-অহনা


বিনোদন ডেস্ক : বিজ্ঞাপনে কাজ করার মধ্য দিয়ে একজন মডেল হিসেবেই মিডিয়াতে অভিষেক ঘটে অহনার। এরপর টিভি নাটকে অভিনয় করেন অহনা। পরবর্তীতে ২০০৮ সালে রকিবুল আলম রকিবের ‘চাকরের প্রেম’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে। সম্প্রতি বৈশাখী টিভিতে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘ছায়াবিবি’ ১০০তম পর্ব প্রচার হয়। এ ছাড়াও বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক। ‘ছায়াবিবি’ নাটকের শততম পর্ব প্রচার হলো। এতে কাজের অভিজ্ঞতা জানিয়ে অহনা বলেন, ‘ছায়াবিবি’ নাটকে আমার অভিনয়ের কথাই ছিল না। কিন্তু নাটকের পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল যখন গল্পটি শোনালেন, তখনই এতে অভিনয়ের জন্য রাজি হই। নাটকটির প্রথম পর্ব থেকে শততম পর্ব পর্যন্ত গল্পে বেশ বৈচিত্র্য ছিল। আর এ কারণেই নাটকটির প্রতি দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক অবক্ষয় এবং হাস্যরসই এ নাটকের প্রধান উপজীব্য। এছাড়াও ‘নোয়াশাল’ নামের একটি নাটকে অভিনয় করছেন অহনা। বরিশাল ও নোয়াখালীর আঞ্চলিক ভাষার নাটক এটি। নাটকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের কাছে। নাটকে বরিশালের ভাষায় কথা বলছেন অহনা। এ বিষয়ে বলেন, মজার ব্যাপার হলো, দীর্ঘদিন ধরে এতে অভিনয়ের পরও বরিশালের ভাষা পুরোপুরি আয়ত্ত করতে পারিনি। যদিও আমার গ্রামের বাড়ি বরিশাল। তারপরও ভাষাটা কেন যেন রপ্ত হচ্ছে না। সে কারণে মীর সাব্বির ভাই প্রায়ই আমাকে ক্ষেপায়। দীর্ঘদিন ধরে একটি নাটকে অভিনয় করা হলে একটা সময় সবাই মিলে পরিবারের মতো হয়ে যায়। এই নাটকের বেলাতেও তেমনটাই হয়েছে। ‘নোয়াশাল’ কিন্তু শুধু হাস্যরসাত্মক নাটক নয়। এই নাটকের মধ্যমে আমরা সামাজিক অনেক সমস্যার কথা তুলে ধরেছি।’ চলচ্চিত্রেও দেখা গেছে অহনাকে। এখন নেই কেন? প্রশ্ন রাখতেই অহনা বলেন, ‘একটা সময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয়ের ইচ্ছা ছিল। সেই ভাবনা থেকে তিনটি ছবিতে অভিনয় করেছিলাম। এখনও প্রায়ই চলচ্চিত্রের জন্য প্রস্তাব পাই। কিন্তু গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় রাজি হচ্ছি না।’




Archives
Image
বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, আহত ৫
Image
বরিশালে পুলিশের সামনেই খুন হয় স্বেচ্ছাসেবক দলনেতা লিটু
Image
মেধাবী খুদে ক্রিকেটার রিয়ানের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
এনএসসি মনোনীত নতুন বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা
Image
পদার্থে নোবেল পেলেন মার্কিন তিন বিজ্ঞানী