বরিশালে র্যাবের-৮’র অভিযানে অপহৃত শিশু উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির সদর এলাকায় অপহরণ হওয়া শিশু সাদিয়া বেগমকে (০৯) উদ্ধারের পাশাপাশি অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় (৭ ফেব্রুয়ারি) র্যাব-৮ দফতর থেকে ই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। অপহরণ হওয়া শিশু সাদিয়া ঝালকাঠি সদর এলাকার মীরা বাড়ীর বাসিন্দা মো: নূর আলমের মেয়ে। র্যাব জানায়, গত ০৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় নিজ বাড়ির পাশ্ববর্তী ব্রীজের উপর থেকে শিশু সাদিয়াকে অপহরণ করা হয়। বিভিন্ন জায়গায় খোঁজ-খবর করার পর সাদিয়াকে না পেয়ে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বরিশালস্থ র্যাব-৮ দফতরে অভিযোগ দেয় তার পরিবার। এরইপ্রেক্ষিতে বিভিন্ন প্রযুক্তি এবং সোর্সের মাধ্যমে র্যাব সদস্যরা জানতে পারে অপহরণকারী শিশু সাদিয়াকে নিয়ে ঝালকাঠির সদর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। এসময় এএসপি মুকুর চাকমা’র নেতৃত্বে বিকেল ৩টায় বাসষ্ট্যান্ড থেকে শিশু সাদিয়াকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারী রুমা মালাকাকে (১৮) গ্রেফতার করে। অপহরণকারী বাগেরহাট জেলার শ্রী নগর গ্রামের বাসিন্দা সুভাষ মালাকারের স্ত্রী ও কাঁলাচাঁন মালাকার মেয়ে। এ ঘটনায় ঝালকাঠি জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।