মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে শুরু হয়েছে ৩দিন ব্যাপী পৌষ মেলা। নগরীর ফকিরবাড়ি রোডস্থ জগদীশ সারস্তত গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে চতুর্থ বারের মত তিনদিনব্যাপী এ পৌষ মেলার আয়োজন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলিত পরিষদ বরিশাল জেলা শাখা। শুক্রবার বিকেলে সাড়ে ৪ টায় “আগুনের পরশ মনি ছোয়াও প্রাণে” গান এবং প্রদীপ প্রজ্জলন ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।বিভিন্ন ধরনের পিঠা পুলি, তাঁতের তৈরি বিভিন্ন কাপর আর মাটির বাহারি রং এর স্টলসহ মেলায় মোট ২২ টি স্টল রয়েছে। এর পাশাপাশি রয়েছে শিশুদের খেলনা ও রসে ভড়া জিলাপি ও সন্দেশ। এর আগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয় এই মেলায়। প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই পৌষ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগত বক্তারা বলেন, নতুন প্রজন্ম গ্রামের ঐতিহ্য সম্পর্কে জানে না। এ মেলার মধ্য দিয়ে নতুন প্রজন্ম গ্রাম বাংলার ঐতিহ্য জানতে পারবে। পৌষ মেলার এই আয়োজনে খুশি দর্শনার্থীরাও। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলিত পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ত্ব এ্যাডভোকেট এস এম ইকবাল, রবীন্দ্রসংগীত সম্মিলিত পরিষদ সাধারণ সম্পাদক সুখেন্দু শেখর সরকার, শিশু সংগঠক পঙ্কজ রায় চৌধুরী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতির মণ্ডলীর সদস্য আজমল হোসেন লাবুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।