Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » ফেলে যাওয়া শিশু তানিয়ার দায়িত্ব নিলেন বরিশাল জেলা প্রশাসক 
Sunday September 13, 2020 , 9:39 pm
Print this E-mail this

সৎ ভাই মনিবার তাকে সড়ক পথে বরিশাল নদী বন্দরে নিয়ে আসে

ফেলে যাওয়া শিশু তানিয়ার দায়িত্ব নিলেন বরিশাল জেলা প্রশাসক


নিজস্ব প্রতিবেদক : অবশেষে সৎ ভাই কর্তৃক ফেলে রেখে যাওয়া স্বরূপকাঠীর বাসিন্দা চতুর্থ শ্রেনীর ছাত্রী তাসমিয়া আক্তার তানিয়ার (১০) দায়িত্ব নিলেন, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। শনিবার সকাল ১০টার দিকে বরিশাল নদী বন্দরে শিশুটিকে কান্না করতে দেখে স্থানীয় পত্রিকার সাংবাদিক সহৃদয়বান সাংবাদিক সুমন হাসান বিষয়টি তৎক্ষণাৎ বরিশাল জেলা প্রশাসককে অবহিত করেন। বরিশাল জেলাসদর প্রশাসক এসএম অজিয়র রহমান কুড়িয়ে পাওয়া শিশুটিকে শেখ রাসেল শিশু পুনর্বাসন ও প্রশিক্ষন কেন্দ্রে রাখাসহ তার ভরণ পোষণ, লেখাপড়া এবং পুনর্বাসনের যাবতীয় সকল ব্যবস্থা গ্রহণ করেন। শিশু তানিয়া জানায়, পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠী গ্রামের আব্দুল কুদ্দুসের প্রথম স্ত্রীর ঘরের সন্তান। কুদ্দুস ঢাকায় ক্ষুদ্র ব্যবসা করেন। তানিয়া তার সৎ মা ও ভাইয়ের সাথে গ্রামের বাড়িতে থাকে। সে স্থানীয় ৩৭ নম্বর মাহমুদকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী। তানিয়া জানান, ৪ বছর আগে তার মা মারা যায়। পরে তার বাবা একটি আরেকটি বিয়ে করে। দ্বিতীয় স্ত্রী’র (সৎ মা) আগের ঘরের একটি ছেলে (মনির) রয়েছে। বাবা ঢাকা থাকায় প্রায়ই তার সৎ মা ও ভাই তাকে সবসময়ই নির্যাতন করে। শনিবার সকালে তানিয়াকে নানা বাড়ি পাঠিয়ে দেয়ার কথা বলে সৎ ভাই মনিবার তাকে সড়ক পথে বরিশাল নদী বন্দরে নিয়ে আসে। তার হাতে ৫০ টাকা ধরিয়ে দিয়ে চিপস কিনে খেতে বলে লঞ্চের টিকেট আনতে যায় মনির। দীর্ঘক্ষণেও সৎ ভাই ফিরে না আসায় শিশুটি নদী বন্দরের বিভিন্ন জনের কাছে তার ভাইয়ের খোঁজ করতে থাকে। কিন্তু সকাল গড়িয়ে দুপুরেও সৎ ভাইয়ের কোন সন্ধান না পাওয়ায় শিশুটি নদী বন্দরে কাঁদতে থাকে। সে উদ্দেশ্যহীনভাবে হাটতে হাটতে নদী বন্দর এলাকা থেকে বেড়িয়ে কান্না করতে থাকে। বিষয়টি চোখে পড়ে নদী বন্দর সংলগ্ন ছাড়া কুটির এলাকার বাসিন্দা সাংবাদিক সুমন হাসানের। সে শিশুটির কাছ থেকে ঘটনা শুনে তাকে তার নিজ বাসায় নিয়ে যায়। সুমন হাসান জানান, শিশুটির বিষয়টি তিনি জেলা প্রশাসককে সাথে সাথেই অবহিত করেন, যাতে করে শিশুটি প্রশাসনের হেফাজতে ভালো থাকতে পারেন। শিশু তানিয়া লেখাপড়া করতে চায় বলে জেলা প্রশাসক সহ উপস্থিত সাংবাদিকদের জানান। জেলা প্রশাসনের সমাজ সেবা বিভাগের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ জানান, জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক শিশুটির দায়িত্ব নেয়া হয়েছে পাশাপাশি এ ঘটনায় অভিযুক্ত সৎ ভাইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেও জানান তিনি।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস