Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৬, ২০২৪ ২:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘‌‌১০ বছর আগের পুলিশ আর শেখ হাসিনার পুলিশ এক নয়’ – স্বরাষ্ট্রমন্ত্রী 
Saturday October 9, 2021 , 5:20 pm
Print this E-mail this

আগের পুলিশ জনগণের বিরুদ্ধে দাঁড়াতো, এখন পুলিশ জনগণের সহযোগিতার জন্য হাত বাড়ায়

‘‌‌১০ বছর আগের পুলিশ আর শেখ হাসিনার পুলিশ এক নয়’ – স্বরাষ্ট্রমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১০ বছর আগের পুলিশ আর শেখ হাসিনার পুলিশ এক নয়। আগের পুলিশ জনগণের বিরুদ্ধে দাঁড়াতো, এখন পুলিশ জনগণের সহযোগিতার জন্য হাত বাড়ায়। শনিবার (৯ অক্টোবর) মৌলভীবাজারের জুড়ী থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি এ সব কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, বিদেশে অবস্থান করে যারা সাইবার ক্রাইম করছে- এগুলি আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। দেশীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহুরা আলাউদ্দিন, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, এখন পর্যন্ত আমরা জঙ্গি, সন্ত্রাস, আগুন সন্ত্রাস এসব দেখেছি। পুলিশ এসব দক্ষতার সঙ্গে মোকাবেলা করেছে। পুলিশ বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা একের পর এক কাজ করছি। পুলিশের যা যা প্রয়োজন আমরা তাই করছি।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ