Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৬:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৬ মাসের মাথায় দ্বিতীয়বারের মতো দুর্ঘটনার শিকার হলো তেলবাহী জাহাজটি 
Sunday July 2, 2023 , 5:31 pm
Print this E-mail this

তেল অপসারণের পাশাপাশি অন্য জাহাজের সহায়তায় ট্যাংকারটিকে ভাসিয়ে রাখার চেষ্টা

৬ মাসের মাথায় দ্বিতীয়বারের মতো দুর্ঘটনার শিকার হলো তেলবাহী জাহাজটি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঠিক ছয় মাসের মাথায় দ্বিতীয়বারের মতো দুর্ঘটনার শিকার হলো সাগর-নন্দিনী-২ নামক তেলবাহী ট্যাংকার। গেল বছরের ২৫ ডিসেম্বর ভোলার মেঘনা নদীতে একটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গিয়েছিলো সাগর নন্দিনী। তখন এই  ট্যাংকারটিতে সাড়ে ১১ লাখ লিটার জ্বালানি তেল ছিল। দুর্ঘটনার ৭ দিন পর ম্যানুয়াল প্রক্রিয়ায় ট্যাংকারটিকে উদ্ধার করতে সক্ষম হয় বলে জানিয়েছিলেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মো: আবুল সালাম। আর এর ঠিক ছয়মাস যেতে না যেতেই  ঝালকাঠির সুগন্ধা নদীতে ভয়াবহ বিস্ফোরণের পর আগুন লেগে যায় সাগর নন্দিনীতে। আর এবারও ট্যাংকারটিতে ১১ লাখ লিটার জ্বালানি তেল ছিল। বিস্ফোরণের পর জাহাজের পেছনের অংশ পানিতে তলিয়ে যেতে থাকলে, সেখানে তেল অপসারণের পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিতে অন্য জাহাজের সহায়তায় ট্যাংকারটিকে ভাসিয়ে রাখার চেষ্টা চলছে। এদিকে ভোলার দুর্ঘটনার পর তেলবাহী এই নৌযানটিতে থাকা ১২ জন স্টাফকে জীবিত উদ্ধার করেছিলো কোস্টগার্ড ও পুলিশ। আর এবারে জাহাজটিতে থাকা ৯ জনের মধ্যে ৫ জনকে দগ্ধ অবস্থায় জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন ৪ জন। রোববার (২ জুলাই) সকাল থেকে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ সদস্যরা সুগন্ধা নদীতে তাদের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। নিখোঁজ জাহাজের প্রথম শ্রেণির ড্রাইভার সরোয়ার আকরামের ভাই মাসুম বিল্লাহ বলেন, এখানে শুধু তেল উদ্ধার করা হচ্ছে মানুষগুলোকে উদ্ধারে কোনো তৎপরতা দেখছি না। আমরা ভাই জীবিত না থাকলে তার মরদেহটা তো পাব। সেটাই আমরা চাই। অপর তিন নিখোঁজের স্বজনদের দাবি, মাস্টার ব্রিজের যে অংশ বিচ্ছিন্ন হয়ে নদীতে পড়ে ডুবে গেছে, সে অংশে তারা আটকে থাকতে পারেন। ঘটনার পর ১৯-২০ ঘণ্টা পার হলেও সেটির সন্ধান কেউ করছে না। আমরা স্বজনদের জীবিত না পেলে মৃত অবস্থায় হলেও দেখতে চাই। যদিও কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শাফায়েত জানিয়েছেন, সুগন্ধা নদীতে ডুবুরি দল নামানো হয়েছে, সাধ্য অনুযায়ী নিখোঁজদের সন্ধানে তারা তৎপর রয়েছেন এবং উদ্ধার অভিযানে ধাপে ধাপে নদীর বিভিন্ন অংশে চালানো হচ্ছে। এদিকে জাহাজটিতে থাকা ১১ লাখ লিটার জ্বালানি তেলের মধ্যে ৪ লাখ লিটার তেল সরানো হয়েছে গত রাতেই। বাকি তেল বিকল্প পদ্ধতিতে সরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।এখন আর জাহাজটি থেকে তেল নদীতে ছড়িয়ে পরার শঙ্কা নেই  বলে জানিয়েছেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা। উল্লেখ্য, ২০২১ সালের ১২ নভেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি সাগর-নন্দিনী-৩ নামক জ্বালানি তেল বোঝাই ট্যাংকারের ইঞ্জিনরুমে বিকট শব্দে বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটে। যেখানে ঘটনাস্থলে ৭ জন আহত ও ২ জন মারা যান। এছাড়া চলতি বছরের ১১ মে বরিশালের কীর্তনখোলা নদীতে এমটি ইবাদি-১ নামক জ্বালানি তেল বোঝাই ট্যাংকারের ইঞ্জিনরুমেও বিস্ফোরণের ঘটনা ঘটে। যার পর ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক ২ জনের মরদেহ ও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস