Current Bangladesh Time
শনিবার জুলাই ৫, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে বিএনপি’র পদযাত্রা 
Friday June 16, 2023 , 1:49 pm
Print this E-mail this

মহানগর বিএনপির আয়োজনে নগরীর সদর রোড থেকে পদযাত্রা শুরু

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে বিএনপি’র পদযাত্রা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সারা দেশে অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে পদযাত্রা করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (জুন ১৬) বেলা সোয়া ১১টায় বরিশাল মহানগর বিএনপির আয়োজনে নগরীর সদর রোড থেকে পদযাত্রা শুরু হয়। এদিকে পদযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই মহানগর বিএনপির নেতৃবৃন্দ সদর রোডের দলীয় কার্যালয়ে মিছিল নিয়ে আসতে শুরু করে। এখানে মহানগরীর ৩০টি ওয়ার্ড বিএনপির নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ অংশ নেন। বিএনপির কর্মসূচি ঘিরে নগরীর সদর রোড ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়। পদযাত্রাটি নগরীর সদর রোডের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরোডের মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক মো: মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন-সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন-বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো: রহমতউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার প্রমুখ। বিএনপি নেতারা বলেন, আগের দিনের মতো মানুষ হারিকেন কিনতে চাচ্ছে। কিন্তু হারিকেনও খুঁজে পাচ্ছে না। বর্তমানে মোমবাতির কদর বেড়ে গেছে। বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির জন্য আজকে এই অবস্থা। এই পদযাত্রার মাধ্যমে আমরা এই সরকারকে হটাব এবং নির্দলীয় সরকার বাস্তবায়ন করেই আমরা ঘরে ফিরে যাব।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা