Current Bangladesh Time
বুধবার মে ১৫, ২০২৪ ৯:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ১০ কোটি টাকার হেরোইনের বড় চালান জব্দ, বাবা-ছেলে আটক 
Thursday December 14, 2023 , 6:31 pm
Print this E-mail this

বিপুল পরিমাণ এই হেরোইনগুলো ভারত থেকে পাচার হয়ে আসছিল

১০ কোটি টাকার হেরোইনের বড় চালান জব্দ, বাবা-ছেলে আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গা ইউনিয়ন থেকে ১০ কেজি হেরোইন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় বাবা-ছেলেকে আটক করা হয়েছে। বিপুল পরিমাণ এই হেরোইনগুলো ভারত থেকে পাচার হয়ে আসছিল। এ ঘটনায় আটকৃতরা হলেন, শরিফুল ইসলাম ধুলু মিয়া ও তার ছেলে মোমিনুল ইসলাম। তারা দীর্ঘদিন ধরে জেলায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহী র‌্যাব-৫ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন সিও লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানান। তিনি বলেন, ভোরে হেরোইনের একটি বড় চালান রুস্তম আলী নামের এক ব্যক্তির মাধ্যমে হেরোইনের বড় চালানটি ধুলু মিয়ার কাছে আসে। এমন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে অভিযান পরিচালনা করা হলে ধুলুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ধুলু বাড়ি থেকে পালিয়ে গেলে তার ছেলে মমিনুলকে হেরোইনের চালান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানায় বাড়ির পেছনের বাঁশ বাগানের মাটির গর্তে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রামের ভেতরে ১০ কেজি হেরোইন রাখা আছে। পরে র‌্যাব হেরোইনগুলো জব্দ করে এবং মমিনুলের তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের নদীর পাড় থেকে ধুলুকে আটক করা হয়। এ ঘটনায় তাদের নামে মামলা হয়েছে। সিও লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার আরও বলেন, ২০২৩ সালে মোট ৮৩ কেজি হেরোইন জব্দ করা হয়েছে। তার মধ্যে এই চালানই সবচেয়ে বড় মাদক চালান।




Archives
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু
Image
বরিশালে সিনথিয়ার দায়িত্ব নিলেন ইউএনও ফারিহা
Image
উপজেলা ভোটে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এমপি পঙ্কজ নাথের বিরুদ্ধে
Image
বরিশালে ধর্ষণের পর শিশুকে হত্যা, পিতা-পুত্র গ্রেফতার
Image
গুলিস্তানে কিনে ‘পাকিস্তানি কাপড়’ বলে বিক্রি করেন তনি!