Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ৯:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হেপাটাইটিস, ক্যান্সার ও পানিবাহিত রোগ প্রতিরোধে বরিশালে জনসচেতনতামূলক কর্মশালা 
Sunday June 13, 2021 , 3:15 pm
Print this E-mail this

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের স্বাস্থ্য ভবন সম্মেলন কক্ষে এ জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়

হেপাটাইটিস, ক্যান্সার ও পানিবাহিত রোগ প্রতিরোধে বরিশালে জনসচেতনতামূলক কর্মশালা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জনসচেতনতা তৈরী করা গেলে হেপাটাইটিস, ক্যান্সার ও পানিবাহিত রোগের মত মরণব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। এসকল রোগ নিয়ে এমনই তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন আয়োজিত কর্মশালা থেকে। রবিবার (১৩ জুন) সকাল ১১টায় বরিশাল নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড রোডস্থ বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের স্বাস্থ্য ভবন সম্মেলন কক্ষে এ জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। বর্ণমালা কমিউনিকেশনের আয়োজনে ও স্বাস্থ্য অধিদপ্তর শিক্ষা ব্যুরোর সহযোগিতায় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: বাসু দেব দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তর শিক্ষা ব্যুরো প্রধান আ: আজিজ। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের পরিচালক এম মনিরুজ্জামান শাহিন, বরিশাল জেলা সিভিল সার্জন ডা: মনোয়ার হোসেন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন-জেলা সিভিল সার্জন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ জলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী প্রশাসন ডা: শ্যামল কৃষ্ণ মন্ডল। কর্মশালায় শুরুতেই মুল প্রবন্ধে উল্লেখ করেন নিরাপদ পানির অভাবে প্রতিবছর বিশ্বে পানিবাহিত রোগে ১৫ লক্ষ মানুষ আক্রান্ত হয় এবং ৮ লক্ষ ৪২ হাজার মানুষ অকালে মৃত্যুবরণ করে। বিশ্ব স্বাস্থ সংস্থার হিসাবে বিশ্বে প্রতি ৩ জন মানুষের মধ্যে ১জন হেপাটাইটিস ও হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত হয়। ২০১৫ সালে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে। এসময় কর্মশালার মাধ্যমে পানিবাহিত রোগ থেকে বাঁচতে বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দেন। কর্মশালায় বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমামগণ, মুক্তিযোদ্ধা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্বাস্থ্য কর্মী ও প্রিন্ট এবং ইলেকটক্সি মিডিয়া কর্মী সহ বিভিন্ন পেশার ৪৫ জন সদস্য অংশগ্রহণ করে।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু