Current Bangladesh Time
সোমবার ডিসেম্বর ২২, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হাদির মৃত্যুতে বরিশালজুড়ে বিক্ষোভ 
Friday December 19, 2025 , 6:12 pm
Print this E-mail this

হাদীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা

হাদির মৃত্যুতে বরিশালজুড়ে বিক্ষোভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনানী, ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান বিন হাদী (ওসমান হাদী)’র মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে গোটা বরিশাল জেলা। দ্বিতীয়দিনের ন্যায় শুক্রবার সকালে ছাত্র-জনতা বরিশাল নগরীর নথুল্লাবাদের কেন্দ্রীয় বাসটার্মিনালের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করেছেন। পরে মহাসড়কের ওপর ছাত্র-জনতা জুম্মার নামাজ আদায় শেষে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন। এছাড়াও নগরীসহ জেলার প্রতিটি উপজেলার মসজিদে বাদ জুম্মা ওসমান হাদীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

এরপূর্বে বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন সরকারি বজ্রমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মহাসড়কের চৌমাথা এলাকায়ও একই কর্মসূচি পালন করা হয়। আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এছাড়া বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাত বারোটার দিকে বিভাগীয় কমিশনারের বাসভবনের সামনের সড়কে এসে অবস্থান নিয়ে শ্লোগানে শ্লোগানে বিপ্লবী শহীদ ওসমান হাদীর খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পরে বরিশাল রেঞ্জ ডিআইজির বাসভবনের সামনে গিয়ে শিক্ষার্থীরা পূণরায় অবরোধ কর্মসূচি শুরু করেন। ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। এ সময় শিক্ষার্থী এবং ছাত্র-জনতার সাথে কথা বলতে গিয়ে ওসমান হাদীর নাম মুখে আনতেই ডিআইজি কান্নায় ভেঙে পরেন। বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি মো: আল মামুন উল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সড়ক অবরোধ তুলে নিয়ে মহাসড়ক ত্যাগ করায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।




Archives
Image
কারাগারে বসে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জাপার সাবেক এমপি টিপু
Image
বরিশালে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন
Image
বরিশালে জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা-ভাঙচুর
Image
বরিশালের ৬টি আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
Image
বরিশাল ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন