Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ১১:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » স্বাস্থ্যসুরক্ষা বিধি অমান্য করায় বরিশালে ৩৩ হাজার টাকা জরিমানা 
Tuesday May 19, 2020 , 5:51 pm
Print this E-mail this

সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও দ্রব্যমূল্যের বাজার দর মনিটরিং’র পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

স্বাস্থ্যসুরক্ষা বিধি অমান্য করায় বরিশালে ৩৩ হাজার টাকা জরিমানা


বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও (মঙ্গলবার, ১৯ মে) বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে। দেশের উৎপাদন ব্যবস্থা ঠিক রাখতে ইতোমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কল-কারখানা এবং শপিংমল সমূহ খোলা রাখারা অনুমোদন দেওয়া হয়েছে। এমতাবস্থায়, বরিশালের প্রতিষ্ঠানসমূহ স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছে কিনা তা যাচাইকল্পে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশনায় নিয়মিতভাবেই বিভিন্ন দোকান, শপিংমল এবং কারখানা পরিদর্শন করছে। কিন্তু গত কয়েকদিনের শপিংমল সমূহে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কোন প্রকার স্বাস্থ্যবিধি মানার লক্ষণ পরিলক্ষিত না হওয়ার আজ আবারও পূণরায় বরিশাল জেলা প্রশাসন শপিংমল দোকানপাট বন্ধ ঘোষণা করেন। আজ বরিশাল জেলা প্রশাসনের ৩টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে ঈদ কেনাকাটায় স্বাস্থ্যসুরক্ষা বিধি অমান্য করায় ১২টি প্রতিষ্ঠান এবং ১ জন ব্যক্তিকে ৪ হাজার টাকা জরিমানা করি হয়। তারই ধারাবাহিকতায় আজ ১৯ মে মঙ্গলবার সকালে বরিশাল নগরীর চকবাজার, বাজার রোড, কাঠপট্টি, ফলপট্টি, গীর্জা মহল্লা, সদর রোড, নতুন বাজার, চৌমাথা বাজার এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও দ্রব্যমূল্যের বাজার দর মনিটরিং’র পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন-এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাজমূল হুদা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন স্থানে ঈদ কেনাকাটায় স্বাস্থ্যসুরক্ষা বিধি প্রতিপালন ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিশেষ বাজার মনিটরিং অভিযান পরিচালনাকালে সামাজিক দূরত্ব নিশ্চিতে টহল অভিযান পরিচালনা করা হয় এবং সচেতনামূলক মাইকিং করা হয়। বরিশাল নগরীর কাঠপট্টি, চকবাজার ও গির্জামহল্লা, বাজার রোড, নতুন বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাজমূল হুদা। অভিযানকালে পরিবারের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে কেনাকাটায় আসার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি নতুন করে পূণরায় লকডাউন করায় দোকান খোলা রাখার অপরাধে ১টি দোকানকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক মো: রুবেল কে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে বরিশাল শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। প্রচুর লোক সমাগম করে সরকারি নিদের্শন অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখার অপরাধে ৩ টি দোকান এবং ১ জন ব্যক্তিকে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১৪ হার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পাশাপাশি সবাইকে সরকারি আদেশ মেনে চলার অনুরোধ করা হয়। অভিযানে মোবাইল কোর্টকে আইনানুগ সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর শেখ হাসিনা সেনানিবাসের ২টি টিম এবং র‌্যাব-৮’র ১ টি টিম। ঈদের কেনাকাটায় সামাজিক দূরত্ব রক্ষা এবং স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে বরিশাল জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

ঘূর্ণিঝড় আম্ফান’র ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে স্থানীয় সাইক্লোন শেল্টারে আশ্রয় গ্রহণের জন্য আহবান জানানো হয়।




Archives
Image
শ্রমিকের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল
Image
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার ২
Image
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন
Image
বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার