Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ১২:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » স্বামীর সঙ্গে ঝগড়া করতে করতে বুড়িগঙ্গায় লাফ দিয়ে এক তরুণী নিখোঁজ 
Friday August 13, 2021 , 9:04 pm
Print this E-mail this

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত খুঁজেও তরুণীর সন্ধান পাওয়া যায়নি, নদীতে তল্লাশি অভিযান অব্যাহত

স্বামীর সঙ্গে ঝগড়া করতে করতে বুড়িগঙ্গায় লাফ দিয়ে এক তরুণী নিখোঁজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বামীর সঙ্গে ঝগড়া করতে করতে রাজধানীর পোস্তগোলা সেতু থেকে বুড়িগঙ্গায় লাফ দিয়ে নূসরাত আক্তার মালা (১৮) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও শুক্রবার দুপুর পর্যন্ত নিখোঁজ তরুণীর সন্ধান মেলেনি। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন দোকানদার জানান, রাত ১০টার দিকে এক যুবক ও এক তরুণী ব্রিজের মাঝামাঝি দাঁড়িয়ে ছিলো। একপর্যায়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। তখন যুবক তরুণীকে মারধর করে। বিষয়টি দেখে উপস্থিত দোকানদাররা এগিয়ে গিয়ে জানতে পারেন তারা স্বামী-স্ত্রী। ঝগড়ার একপর্যায়ে হঠাৎ করে তরুণী ব্রিজ থেকে বুড়িগঙ্গায় লাফ দেয়। নিখোঁজ তরুণীর দাদি নুরজাহান বেগম বলেন, আমরা রাত সাড়ে ১১টায় নূসরাতের বান্ধবী বৃষ্টি আক্তারের মাধ্যমে খবর পাই। নুসরাতের স্বামী মজিবর বৃষ্টিকে জানিয়েছে, নুসরাত ব্রিজ থেকে বুড়িগঙ্গা নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। পরে এসে রাতে অনেক খুঁজেছি এবং নৌ পুলিশকে জানিয়েছি। তিনি বলেন, ১ বছর আগে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার দড়িচর খাজিরা গ্রামের মালার সঙ্গে পটুয়াখালীর বাউফল থানার দাসপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে মজিবর প্রেম করে বিয়ে করে। পরে উভয়ের পরিবার বিয়ে মেনে নেয়। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। যৌতুকের জন্য প্রায়ই মজিবর মালাকে মারধর করতো। মালার মা রুমা বেগম বলেন, যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ কাউন্সিলর হাবু মিয়ার বাসার গলিতে আমরা ভাড়া থাকি। মেয়ে ও জামাই পাশেই ভাড়া বাসায় থাকে। বৃহস্পতিবার রাত ৯টায় মালা বাসা থেকে বোরকা নিয়ে স্বামীর সঙ্গে বের হয়। মেয়েকে তখন রাগান্বিত দেখি। জিজ্ঞেস করলে ও বলে-জামাই দাঁড়িয়ে আছে। রাত সাড়ে ১১টায় মালার বান্ধবীর মাধ্যমে মালার নিখোঁজের খবর পাই। সদরঘাট নৌ থানার এসআই শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে আসে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তারা নদীতে নামতে পারেনি। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত খুঁজেও তরুণীর সন্ধান পাওয়া যায়নি। তবে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস