Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » স্বাধীনতার ৫০ বছর পর বিদ্যুৎ যাচ্ছে বরিশালের তিন ইউনিয়নে 
Sunday May 2, 2021 , 5:50 pm
Print this E-mail this

মাসকাটা নদীতে এক হাজার ৭০০ মিটার সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ উদ্বোধন

স্বাধীনতার ৫০ বছর পর বিদ্যুৎ যাচ্ছে বরিশালের তিন ইউনিয়নে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বাধীনতার ৫০ বছর পরও বিদ্যুৎ সুবিধা পাননি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া, চরগোপালপুর ও শ্রীপুর ইউনিয়নের ১০ হাজার মানুষ। অবশেষে নদীবেষ্টিত দুর্গম এই তিন ইউনিয়নের বাসিন্দাদের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজ শুরু হয়েছে। মাসকাটা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে ওই তিন ইউনিয়নে। রোববার (২ মে) দুপুরে মাসকাটা নদীতে এক হাজার ৭০০ মিটার সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ উদ্বোধন করেন, বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য পংকজ নাথ। এসময় এমপি পংকজ নাথ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে মাসকাটা নদীতে সাবমেরিন ক্যাবল স্থাপন করে মেহেন্দিগঞ্জের তিনটি ইউনিয়নে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজ শুরু হয়েছে। এতে ১০ হাজার পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হবেন। আশা করছি দ্রুত এ কাজ শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক প্রকৌশলী আব্দুল মান্নান, আলাউদ্দিন আহমেদ, নির্বাহী প্রকৌশলী অনিল কুমার সরকার, উপ-মহাব্যবস্থাপক সাইদুল মুরসালিন, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, চরগোপালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সামসুল বারী মনির প্রমুখ।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু