প্রচ্ছদ » স্লাইডার নিউজ » স্বচ্ছ ও দূর্নীতিমুক্ত নিয়োগের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ঝালকাঠিতে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন
Monday July 1, 2019 , 8:03 pm
স্বচ্ছ ও দূর্নীতিমুক্ত নিয়োগের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ঝালকাঠিতে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে ১০৩ টাকায় চাকুরির নিশ্চয়তা প্রদানের মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শেষে চুরান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মাঝে ফুল দিয়ে জেলায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। সোমবার ১ জুন সকালে ১১টায় জেলা পুলিশ লাইনের সেমিনার কক্ষে বাংলাদেশ পুলিশ বাহিনীতে পুলিশ কনস্টবল (পুরুষ-মহিলা) নিয়োগ ২০১৯ এর চুড়ান্ত বাছাই পর্ব শেষে নির্বাচিত প্রার্থীদের মাঝে জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রসঙ্গত বাংলাদেশ পুলিশ বাহিনীতে ‘‘পুলিশ কনষ্টবল (পুরুষ-মহিলা) নিয়োগ ২০১৯” কনস্টবল পদে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ বাহিনী কতৃক পূ্র্বে ঘোষিত তারিখ মোতাবেক ঝালকাঠিতে গত ২৪জুন প্রাথমিক বাছাইয়ের মধ্য দিয়ে শুরু হয় পুলিশ কনস্টবল নিয়োগ। আর এ বিষয় ঝালকাঠিতে এই প্রথম কোন নারী পুলিশ কর্মকর্তা তথা নারী পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জানান, বাংলাদেশ পুলিশ বাহিনীতে পুলিশ কনস্টবল নিয়োগকে কেন্দ্র করে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত নিয়োগ প্রক্রিয়ায় দূর্নীতি রোধে পুলিশ কনস্টবল নিয়োগ স্বচ্ছ ও দূর্নীতিমুক্ত করতে পুলিশ প্রধানের নির্দেশনায় মোতাবেক উক্ত পুলিশ কনস্টবল পদে নিয়োগের ক্ষেত্রে কোন সংসদ সদস্যেরও তদবির গ্রহন করা হবে না। আর তারই ধারাবাহিকতায় গত ২১ জুন জেলায় মাইকিং এর মাধ্যমে স্বচ্ছ ও দূর্নীতি মুক্ত পুলিশ নিয়োগে কোন দালাল চক্র, প্রতারকের স্বরনাপন্ন হয়ে আর্থিকভাবে লেনদেন করা থেকে বিরত রাখতে প্রচারের মাধ্যমে জেলাবাসীকে সর্বদা সতর্ক করেছি। শুধু তাই নয় সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে হবে। তাই আজ নিয়োগ প্রাপ্ত প্রার্থীরা তাদের নিজ নিজ যোগ্যতা অর্জনের মাধ্যমে প্রাথমিক থেকে চুড়ান্ত বাছাই পর্বের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে। আর যে কারণে সর্বোচ্চ সতর্কতার মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পেরেছি। তাই নিয়োগের ক্ষেত্রে নানা প্রক্রিয়া সম্পূর্ণ করে রবিবার ২০ জন প্রার্থীকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হয়েছে। এ বিষয় নিয়োগ পাওয়া প্রার্থীদের দাবি সম্পূর্ণ স্বচ্ছতার মধ্য দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে।