Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ৮:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সেন্টমার্টিনে নিখোঁজ সেই নারী পর্যটক ৫ দিন পর উদ্ধার 
Friday February 9, 2024 , 7:41 pm
Print this E-mail this

গোসল করতে গেলে পানিতে ভেসে যান মাহমুদা আক্তার হ্যাপি

সেন্টমার্টিনে নিখোঁজ সেই নারী পর্যটক ৫ দিন পর উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে নিখোঁজ সেই নারী পর্যটককে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে তাকে জীবিত উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ। ওই পর্যটকের নাম মাহমুদা আক্তার হ্যাপি (৩১)। তিনি ৪১তম বিসিএসের একজন কর্মকর্তা। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি। গেল রোববার (৪ ফেব্রুয়ারি) থেকে ওই হ্যাপিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওসি মো. ওসমান গণি বলেন, কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, সেন্টমার্টিনে গোসল করতে গেলে পানিতে ভেসে যান তিনি। পরে শাহপরীর দ্বীপ এলাকার ট্রলারের জেলে ও মাঝিরা তাকে উদ্ধার করেন। পরে তাকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট থেকে উদ্ধার করে অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ওসি ওসমান গনি আরও জানান, গত ২ ফেব্রুয়ারি ঢাকা থেকে ৭১ জনের একটি টিম সেন্টমার্টিনে বেড়াতে যায়। সেখানে মাহমুদা আক্তার হ্যাপিও ছিলেন। তারা ওখানকার কয়েকটি রিসোর্টে ওঠেন। ৪ ফেব্রুয়ারি সকালে হ্যাপি বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে রিসোর্ট থেকে বের হন। বিকেল পর্যন্ত তিনি ফিরে না আসায় তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বন্ধুর সঙ্গে আছেন বলে জানান। কিন্তু এর এক ঘণ্টা পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস