Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ১০:২৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আমিন, সম্পাদক রুহুল 
Friday March 13, 2020 , 12:22 pm
Print this E-mail this

গত বুধ এবং বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে রাতেই ভোট গণনা শুরু হয়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আমিন, সম্পাদক রুহুল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন) ২০২০-২১ সেশনের নির্বাচনে সভাপতি এ এম আমিন উদ্দিন এবং সম্পাদক মো: রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হয়েছেন। গত বুধ এবং বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে রাতেই ভোট গণনা শুরু হয়। গণনা শেষে আজ শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ ফলাফল ঘোষণা করেন। ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ছয়টি পদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) মনোনীত প্রার্থীরা জয় পেয়েছেন।অন্যদিকে সম্পাদকসহ আটটি পদে বিজয়ী হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা। সাদা প্যানেলের প্রার্থী জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন এবারের নির্বাচনে ৩ হাজার ৩৭০ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের জয়নুল আবেদীন পেয়েছেন ২ হাজার ৪৫৭ ভোট। ৯১৩ ভোট বেশি পেয়ে আমিন পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতির দুটি পদের একটিতে জয় পেয়েছেন সাদা প্যানেলের মো: মনিরুজ্জামান এবং অন্যটিতে নীল প্যানেলের মো: আব্দুল জব্বার ভুঁইয়া। সম্পাদক পদে নীল প্যানেল থেকে আইনজীবী রুহুল কুদ্দুস ৩ হাজার ৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের শাহ মঞ্জুরুল হক পেয়েছেন ২ হাজার ৮১১ ভোট। সহসম্পাদকের দুটি পদেই জয় পেয়েছেন সাদা প্যানেলের প্রার্থীরা। তারা হলেন-ইমতিয়াজ ফারুক ও বাকির উদ্দিন ভুঁইয়া। কোষাধ্যক্ষ পদে নীল প্যানেলের রাগীব রউফ চৌধুরী নির্বাচিত হয়েছেন। সভাপতি, সহ-সভাপতির দুটি, সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসম্পাদকের দুটি এবং সদস্য সাতটি পদসহ মোট ১৪টি পদের বিপরীতে এক বছরের মেয়াদে সমিতির এই নির্বাচন হয়ে থাকে। সদস্য সাতটি পদের মধ্যে দুটি পেয়েছে সাদা প্যানেলের প্রার্থীরা। তারা হলেন-মো: হুমায়ুন কবির এবং মো: মশিউর রহমান। অপর পাঁচটিতে জয় পেয়েছে নীল প্যানেল। তারা হলেন-মার-ই-আম খন্দকার, আমিরুল ইসলাম খোকন, মো: মোহাদ্দেস-উল-ইসলাম, মহসিন কবির এবং সাইফ উদ্দিন রতন। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭ হাজার ৭৮১ জন। আর ভোট দিয়েছেন ৫ হাজার ৯৪০ জন।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু