Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ৩:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সুনামগঞ্জের ছাতকে মাদকের বিরুদ্ধে মুখ খোলায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, আহত ৯ 
Friday May 1, 2020 , 7:15 pm
Print this E-mail this

হত্যার হুমকি পেয়ে নিরাপত্তা চেয়ে পীর জুবায়ের স্থানীয় জাউয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রে একটি জিডি করেন

সুনামগঞ্জের ছাতকে মাদকের বিরুদ্ধে মুখ খোলায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, আহত ৯


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সুনামগঞ্জের ছাতকে মাদকের বিরুদ্ধে মুখ খোলায় পীর জুবায়ের আহমদ নামে এক সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাতক উপজেলার লক্ষণসোম গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সাংবাদিকসহ ৯ জন। জানা যায়, ছাতক উপজেলার লক্ষণসোম গ্রামের ইয়াবা ব্যবসায়ী ওমর সানীর মাদক ব্যবসার বিরুদ্ধে স্থানীয় সাংবাদিক পীর জুবায়ের একটি প্রতিবেদন প্রকাশ করেন। আর তাতে ক্ষীপ্ত হয়ে ওঠে মাদক ব্যবসায়ী ওমর সানী। সংবাদের জেরে পীর জুবায়েরকে হত্যার হুমকিও প্রদান করে আসছে ওই মাদক ব্যবসায়ী। হত্যার হুমকি পেয়ে নিরাপত্তা চেয়ে পীর জুবায়ের স্থানীয় জাউয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রে একটি জিডি করেন (যার নং-৫১২)। বৃহস্পতিবার ইফতারের পরপর হঠাৎ মাদক ব্যবসায়ী ওমর সানীর নেতৃত্বে ৭/৮ জনের একটি দল ওই সাংবাদিকে বাড়িতে অতর্কিত হামলা চালায় ও মালামল লুটপাট করে। হামলায় সাংবাদিকসহ আহত হয়েছেন ওই পরিবারের ৯ সদস্য। আহতরা হলেন পীর জুবায়ের (২১), তার পিতা হাজী ফখর উদ্দিন (৮৫), মা নুরুন্নাহার বেগম (৫৫), বোন সুমী বেগম (২৮), মারজানা বেগম (২৩), ভাগ্নে তামিম আহমদ (১৪), অমি আহমদ (১১), প্রীতি বেগম (৭) ও অতিথি জাহাঙ্গির আলী (৪৫)। খবর পেয়ে জাউয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই রেজাউল করিম ও আব্দুল মান্নানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদেরকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যায়। হামলা শিকার পীর জুবায়ের বলেন, মাদক ও যৌতুকের বিরুদ্ধে কথা বলায় আজ আমার পরিবারের ওপর আকস্মিক হামলা চালায় মাদক ব্যবসায়ী ওমর সানী ও তার সন্ত্রাসী দল। আমার বাবা স্টোকের রোগী তাঁকেও ছাড়েনি সন্ত্রাসীরা। সংবাদের কাজে ব্যবহৃত ল্যাপটপ ও ক্যামেরা ভেঙ্গে ঘরে থাকা অনেক দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। জাউয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছি। এ ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস