Current Bangladesh Time
মঙ্গলবার জানুয়ারি ১৩, ২০২৬ ৬:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সিন্ডিকেটের থাবায় বরিশালেও মিলছে না এলপি গ্যাস : প্রতি সিলিন্ডারে বাড়তি নিচ্ছে ৩০০ টাকা 
Sunday January 11, 2026 , 6:31 pm
Print this E-mail this

সরবরাহ বাড়লে দাম স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে : বরিশাল ভোক্তা অধিকার

সিন্ডিকেটের থাবায় বরিশালেও মিলছে না এলপি গ্যাস : প্রতি সিলিন্ডারে বাড়তি নিচ্ছে ৩০০ টাকা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সরবরাহ সংকটের কারণে গত এক সপ্তাহে বরিশালে এলপিজি গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বেড়েছে অন্তত ৩০০ টাকা। তবে সাধারণ ভোক্তাদের অভিযোগ অসাধু খুচরা ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে আরও বেশি দামে সিলিন্ডার বিক্রি করছেন। বর্তমানে কিছু দোকানে নির্দিষ্ট কয়েকটি কোম্পানির অল্পসংখ্যক সিলিন্ডার পাওয়া গেলেও তা চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য। এ অবস্থায় দ্রুত সরবরাহ স্বাভাবিক করে বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। নগরীর অনেক ক্রেতাই বলেন, সপ্তাহখানেক আগে সাড়ে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ছিল ১২০০ টাকা, যা বর্তমানে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। সংকটের অজুহাতে কিছু দোকানদার আরও কয়েকশ টাকা বেশি হাতিয়ে নিচ্ছেন। হঠাৎ এভাবে দাম বেড়ে যাওয়া অস্বাভাবিক।

কঠোর বাজার মনিটরিংয়ের মাধ্যমে সরবরাহ ব্যবস্থা ঠিক করা জরুরি। বাজারের পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরী হস্তক্ষেপ কামনা করেন।জানা গেছে, চলতি মাসের শুরুতে পাইকারি বাজারে ১ হাজার ১৫০ টাকায় কেনা গ্যাস এখন ১ হাজার ৪৫০ টাকায় কিনতে হচ্ছে। ফলে খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ টাকায়। বাজারে যমুনা, লাফস, ওমেরা ও সান কোম্পানির গ্যাসের সরবরাহ খুবই কম। অন্যদিকে বসুন্ধরা, বেক্সিমকো, ডেল্টা ও রিগ্যাসের সিলিন্ডার গত এক মাস ধরে বাজারে মিলছেই না। সান গ্যাস বাংলাদেশ লিমিটেডের বরিশাল ডিলার অফিসের কর্মচারী মো: হাসান বলেন, আমরা চাহিদার মাত্র ২৫ শতাংশ গ্যাস পাচ্ছি। এই সংকট আগামী মাসেও স্থায়ী হতে পারে। সরবরাহ কম থাকায় ৩-৪ জানুয়ারি থেকেই পাইকারি বাজারে দাম বাড়তে শুরু করেছে। বসুন্ধরা গ্যাসের স্থানীয় পরিবেশক রাসেল হোসেন জানান, গত ১৮ ডিসেম্বরের পর বরিশালে তাদের নতুন কোনো গ্যাসের চালান আসেনি এবং কবে নাগাদ আসবে সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য নেই। এ প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, আমাদের নিয়মিত বাজার তদারকি চলছে। ঢাকার মূল কেন্দ্র থেকেই ডিলারদের কাছে সরবরাহ কম আসছে। সরবরাহ বাড়লে দাম স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।




Archives
Image
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
Image
প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ কলেজছাত্রীর
Image
নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন
Image
নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, নিজেই জানালেন ৩ পরিকল্পনা
Image
সিন্ডিকেটের থাবায় বরিশালেও মিলছে না এলপি গ্যাস : প্রতি সিলিন্ডারে বাড়তি নিচ্ছে ৩০০ টাকা