Current Bangladesh Time
বুধবার অক্টোবর ৮, ২০২৫ ৫:৩৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সালমানের ‘দাবাং থ্রি’ মুভিতে প্লে ব্যাকের প্রস্তাব পেয়েছেন ভারতের একসময়ের ভিখারি রানু 
Thursday August 29, 2019 , 12:48 pm
Print this E-mail this

সালমানের ‘দাবাং থ্রি’ মুভিতে প্লে ব্যাকের প্রস্তাব পেয়েছেন ভারতের একসময়ের ভিখারি রানু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গান যে ভারতের একসময়ের ভিখারি রানু মণ্ডলের জীবনকে এভাবে বদলে দেবে সেটা হয়তো কখনও স্বপ্নেও কল্পনা করতে পারেননি রানু। কিন্তু সোশ্যাল মিডিয়ায় রাত গান ভাইরাল হওয়ার পর রাতারাতি বদলে গেছে তার জীবন। হিমেশ রেশমিয়ার ছবিতে প্লে ব্যাকের পর শোনা যাচ্ছে সালমানের ‘দাবাং থ্রি’ মুভিতেও নাকি প্লে ব্যাকের প্রস্তাব পেয়েছেন রানু। এখানেই শেষ নয়, রানুকে নাকি ৫৫ লক্ষ টাকার একটি ফ্ল্যাটও উপহার দিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। এই মুহূর্তে বলিউডের গায়িকাদের মধ্যে হিট লিস্টে আছেন কলকাতার রানাঘাটের রানু মণ্ডল। এবার হয়ত তিনি পাকাপাকি ভাবেই মু্ম্বাইতেই বসবাস শুরু করতে চলেছেন। একই সঙ্গে স্থায়ী হতে চলেছেন হিন্দি সিনেমার জগতেও। কেননা তার গানের সুরে যে মজেছেন খোদ ‘ভাইজান’। আর এটা তো জানা কথাই যে, যার মাথায় সল্লুর আশীর্বাদ থাকে, তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছিল, বিগ বসের ১৩তম সিজনে দেখা যেতে পারে রানু মণ্ডলকে। যদিও এই কোনও এখবরে সত্যতাই সালমান বা রানু মণ্ডল কেউই স্বীকার করেননি। ইতিমধ্যেই হিমেশ রেশমিয়ার জন্য ‘তেরি মেরি কাহানি’ নামে একটি গান গেয়েছেন রানু মণ্ডল। হিমেশের ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবিতে শোনা যাবে এই গান। এর জন্য হিমেশ রানুকে ৭ লক্ষ টাকা পারিশ্রমিক দিয়েছেন বলে শোনা যাচ্ছে।




Archives
Image
বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, আহত ৫
Image
বরিশালে পুলিশের সামনেই খুন হয় স্বেচ্ছাসেবক দলনেতা লিটু
Image
মেধাবী খুদে ক্রিকেটার রিয়ানের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
এনএসসি মনোনীত নতুন বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা
Image
পদার্থে নোবেল পেলেন মার্কিন তিন বিজ্ঞানী