Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ১৬, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ”সাইবার ক্রাইম ও সাইবার সুরক্ষা এবং ড্রেসরুল ও শৃঙ্খলা” বিষয়ে সচেতনতামূলক সভা 
Wednesday May 18, 2022 , 11:34 am
Print this E-mail this

বাংলাদেশ পুলিশের সকল রেঞ্জ ও মেট্রোসহ বিভিন্ন ইউনিটের প্রায় ৫০০০ নারী পুলিশ সদস্যের অংশগ্রহণ

”সাইবার ক্রাইম ও সাইবার সুরক্ষা এবং ড্রেসরুল ও শৃঙ্খলা” বিষয়ে সচেতনতামূলক সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ক্রমবর্ধমান বিভিন্ন সাইবার ক্রাইম হতে সুরক্ষা ও প্রয়োজনীয়তা সম্পর্কে পুলিশ সদস্য তথা নারী পুলিশ সদস্যদের সম্যক ধারণা থাকা প্রয়োজন। ”সাইবার ক্রাইম ও সাইবার সুরক্ষা এবং ড্রেসরুল ও শৃঙ্খলা” বিষয়ে একটি সচেতনতামূলক ওয়েবিনার মঙ্গলবার (মে ১৭) দুপুর ২ টা হতে ৩ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নারী পুলিশ সদস্যদের নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন সহকারী পুলিশ কমিশনার, ক্রাইম এন্ড অপ/পিআর/ভিএসসি নাসরিন জাহান। সাইবার ক্রাইম ও সাইবার সুরক্ষা বিষয়ে আলোচনা করেন-মাহফুজা লিজা, বিপিএম, বিশেষ পুলিশ সুপার (ইন্টারনাল অ্যাফেয়ার্স), এসবি, ঢাকা ও উন্নয়ন ও গবেষনা বিষয়ক সম্পাদক, বিপিডব্লিউএন এবং ড্রেসরুল ও শৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন, আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম,পুলিশ সুপার, লালমনিরহাট ও সহ সমন্বয়ক রংপুর রেঞ্জ ও মেট্রো, বিপিডব্লিউএন। এতে অংশগ্রহণ করেন, বাংলাদেশ পুলিশের সকল রেঞ্জ ও মেট্রোসহ বিভিন্ন ইউনিটের প্রায় ৫০০০ নারী পুলিশ সদস্য।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু