Current Bangladesh Time
মঙ্গলবার জানুয়ারি ৬, ২০২৬ ৭:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি, সন্দেহ পুলিশের 
Sunday January 19, 2025 , 1:07 pm
Print this E-mail this

ওই ব্যক্তি বাংলাদেশ থেকে মাসকয়েক আগেই অবৈধভাবে ভারতে ঢুকেছে

সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি, সন্দেহ পুলিশের


মুক্তখবর বিনোদন ডেস্ক : ভারতের মুম্বাইতে বলিউড তারকা সাইফ আলী খানের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাতে সন্দেহভাজন হিসেবে যিনি আটক হয়েছেন, তাকে ‘অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে দাবি করছে পুলিশ। মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম সাংবাদিকদের রোববার (১৯ জানুয়ারি) এ তথ্য জানান। খবরটি জানিয়েছে বিবিসি বাংলা। দীক্ষিত গেদাম বলেন, সাইফ আলী খানের বাড়িতে ‘বার্গলারি’র ঘটনায় আটক ব্যক্তির নাম শরিফুল ইসলাম শেহজাদ। প্রাথমিক তদন্তে তাকে একজন বাংলাদেশি নাগরিক হিসেবেই চিহ্নিত করা হচ্ছে। তিনি বলেন, প্রাথমিক তদন্তে আমরা মনে করছি ওই ব্যক্তি বাংলাদেশ থেকে মাসকয়েক আগেই ভারতে ঢুকেছে। তারপর থেকে সে মুম্বাই ও তার আশেপাশে বিভিন্ন শহরেই ছোটখাটো নানা কাজ করছিল। আটক ব্যক্তি যে ভারতীয় সে সংক্রান্ত কোনো নথিপত্র দেখাতে পারেননি জানিয়ে ডেপুটি কমিশনার বলেন, আমরা অন্যান্য অভিযোগের সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তার বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্টেও মামলা রুজু করেছি। সেখানকার পুলিশ সূত্র বলছে, শরিফুল ইসলাম শেহজাদ বাংলাদেশের ঝালকাঠি জেলার বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তিনি পাঁচ-ছয় মাস আগে শিলিগুড়ি শহর লাগোয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন বলে সন্দেহ করা হচ্ছে। গত ১৬ জানুয়ারি ভোরের কিছু আগে মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতা সাইফ আলী খানের বহুতল সোসাইটির অ্যাপার্টমেন্টে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ঢুকে পড়েন। এক পর্যায়ে সাইফকে ছুরিকাঘাত করেন তিনি। তখনই তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নেওয়া হয় এবং তার অস্ত্রোপচার হয়। ‘নবাব’ পরিবারের সন্তান সাইফ আলী এখন বিপদমুক্ত ও ধীরে ধীরে সেরে উঠছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।




Archives
Image
আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন
Image
অন্তর্বর্তী সরকারের আমলেই হত্যার বিচার দাবিতে বরিশালে ‘মার্চ ফর হাদি’
Image
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ
Image
ভোররাতে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
Image
বরিশালে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ হাতেনাতে ধরা