মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে বাল্য বিবাহ না পরানোর কারনে সন্ত্রাসী কতৃক মাদরাসার অধ্যক্ষ, মসজিদের ইমাম এবং কাজী ও তার সহোযগীর উপর হামলার ঘটনা ঘটেছে। যার পরিপেক্ষেতে অসহায় কাজী বরিশাল কাউনিয়া মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন। স্থানীয়দের দেয়া তথ্য এবং ভুক্তভুগির দেয়া অভিযোগ সূত্রে জানাযায়, গত বৃহস্পতিবার নগরীর কাউনিয়ায় প্রতিদিনের ন্যায় রাতে কাজী অফিসে দায়িত্ব পালন করেন বাঘিয়া আলআমিন কামিল মাদরাসার অধ্যক্ষ এরশাদুল উলুম জামে মসজিদের ইমাম ও কাজী মাওলানা মো: আব্দুর রব। রাত ৯টার দিক হঠাৎ কাজী অফিসে প্রবেশ করেন কাউনিয়া এলাকার মৃত মো: শাজাহান এর পূত্র ও সাবেক ১নং ওয়ার্ড কাউন্সিলর মামুনের সহযোগী মীর শাহীন ও তার আপন চাচাতো ভাই হাবিব আর ৫/৭ জন। এর পর শাহীন কাজীকে একটি অপ্রাপ্ত মেয়ের বিবাহের জন্য রেজিস্ট্রেশন করা এবং বিয়ে পরানোর কার্জক্রম চালিয়ে যেতে বললে। মাওলানা মো: আব্দুর রব তার প্রস্তাবে রাজি না হওয়ায় শাহীন তাকে লাঞ্চিত করে। এর প্রতিবাদ করতে যায় কাজীর সহোযগী মাওলানা আবুল কালাম। পরে তার উপরেও হামলা চালায় শাহিন ও তার চাচাতো ভাই হাবিব এবং ৫/৭ জন সন্ত্রাসী বাহিনী। যার পরিপেক্ষিতে ঐ এলাকায় সন্ত্রাসীদের বিচারের দাবীতে ফুসেঁ উঠে এলাকাবাসী। তাদের দাবী, অতি দ্রুত যেন শাহীন ও তার চাচাতো ভাই এবং সন্ত্রাসীদের ব্যাপারে প্রশাসন ব্যাবস্থা নেয়।