প্রচ্ছদ » স্লাইডার নিউজ » শ্রীরাম না বললেও নিশানা হওয়ার আশঙ্কা থাকবে-সৌরভকন্যা সানা
Thursday December 19, 2019 , 11:38 am
শ্রীরাম না বললেও নিশানা হওয়ার আশঙ্কা থাকবে-সৌরভকন্যা সানা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ দেশের বিভিন্ন প্রান্তে। এর উপর জামিয়ার পড়ুয়াদের উপর পুলিশি লাঠিচার্জের জেরে বিক্ষোভে ফেটে পড়েছে দেশের ছাত্রসমাজ। এবার প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর কন্যা সানা। ইনস্টাগ্রাম পোস্টে কোনও রাখঢাক না রেখেই সরাসরি সংঘ পরিবারকে নিশানা করেন সানা। অষ্টাদশীর পোস্ট, যারা ভাবছেন আমরা মুসলিম ও খ্রিস্টান নই, তাই চিন্তার কোনও কারণ নেই, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। সানার মতে, আজ বামপন্থী ইতিহাসবিদ ও পশ্চিমি সংস্কৃতি পছন্দ করা যুবাদের নিশানা করছে সংঘ। আগামীকাল ওদের নজর পড়বে স্কার্ট পরা, আমিষ খাওয়া, মদ্য পান করা, বিদেশি সিনেমা দেখা, বার্ষিক তীর্থযাত্রা না করা মানুষদের উপর। বিজেপিকে কটাক্ষ করে সৌরভ-কন্যার পোস্ট, দেখা হলে জয় শ্রীরাম না বললেও নিশানা হওয়ার আশঙ্কা থাকবে। সানার কথায়, কেউই নিরাপদ নয়।
এই মেসেজগুলি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করলেও, পরে তা ডিলিট করে দেন সানা। তবে সানার পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি।