Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শুধুমাত্র আইন করলেই মানুষের সব অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায় না-বিএমপি কমিশনার 
Tuesday September 28, 2021 , 4:01 pm
Print this E-mail this

অপরাধ/সমস্যা দানাবাধার আগেই সেগুলোর সুষ্ঠু সামাজিক সমাধান করেছে পুলিশ, অথচ যার কোন হিসেব কিংবা রেকর্ড নেই

শুধুমাত্র আইন করলেই মানুষের সব অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায় না-বিএমপি কমিশনার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : “তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার..!” – স্লোগানে মঙ্গলবার (সেপ্টেম্বর ২৮) সকাল ১১ টায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে বরিশাল সার্কিট হাউজে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার।
তিনি বলেন, আইনানুগভাবে নির্ধারিত তথ্য পাওয়ার অধিকার সকলের রয়েছে। আর তথ্য অধিকার নিশ্চিত করতে আইন প্রতিষ্ঠা করা হলেও যথাযথভাবে এর প্রচার ও চর্চা না থাকায়, তথ্য পাওয়ার অধিকার এখনো কিন্তু পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হয়নি। তাই জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে এ ধরনের একটি আয়োজনকে অবশ্যই সাধুবাদ জানাই। পাশাপাশি এটা শুধুমাত্র একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন পর্যায়ে যেমন-পাড়া-মহল্লায়, স্কুল কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। তিনি আরো বলেন, শুধুমাত্র সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই তথ্য সরবরাহ করবে এমনটা নয় বরং বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, গণমাধ্যম এমনকি ব্যক্তিগত পর্যায়েও আইনানুগভাবে প্রাপ্য তথ্য চাহিবামাত্র সরবরাহ করা উচিত। এসময় তিনি বরিশাল মহানগর পুলিশের কাছ থেকে তথ্য প্রাপ্তির সহজলভ্যতার বিষয়টি তুলে ধরার পাশাপাশি পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিগত ছয় মাসের একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, বিগত ছয় মাসে বরিশাল মহানগর এলাকার থানা সমূহে ৮৩৩ টি মামলা হয়েছে। এই ৮৩৩ টি মামলা সংক্রান্তে পুলিশের কার্যক্রমের উপর বিবেচনা করেই মূলত জনগণ পুলিশকে মূল্যায়ন করে। অথচ আপনারা জানলে অবাক হবেন যে, বিগত ছয় মাসে এই ৮৩৩ টি নিয়মিত মামলার বাহিরেও পুলিশ – ৯৯৯ এর মাধ্যমে ১৩০০ টি, বিট পুলিশিং এর মাধ্যমে ১০৩৬ টি, থানায় মামলা বা জিডির বাহিরে ৩০৩২ টি, সর্বমোট ৫১৩৩ (পাঁচ হাজার একশত তেত্রিশটি বিভিন্ন ধরনের অপরাধ/সমস্যা দানাবাধার আগেই সেগুলোর সুষ্ঠু সামাজিক সমাধান করেছে। অথচ যার কোন হিসেব কিংবা রেকর্ড নেই। এভাবেই নীরবে-নিভৃতে আপনাদের নিরাপত্তায় সদাজাগ্রত থেকে পুলিশ আপনাদের সেবা দিয়ে যাচ্ছে। এসময় আরো উপস্থিত ছিলেন-অতিঃ বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আব্দুর রাজ্জাক, সিভিল সার্জন বরিশাল জনাব ডা: মো: মনোয়ার হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন সৈয়দ মোঃ ফারুক, সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ বরিশাল তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক, বরিশালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও আগত সুধীজন ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস